Harnaaz Sandhu: বিশ্বসুন্দরী হরনাজ, গাউনে উন্মুক্ত ক্লিভেজ, নেটদুনিয়ায় ঝড়

Published By: Khabar India Online | Published On:

হরনাজ কৌর সান্ধু (Harnaaz Kaur Sandhu) ‘মিস ইউনিভার্স’ হওয়ার পর কেটে গিয়েছে বেশ কয়েক মাস।

হরনাজের বিভিন্ন ছবি তাঁর নিজের সোশ্যাল মিডিয়া পেজ থেকে তো বটেই, ‘মিস ইউনিভার্স’-এর সোশ্যাল মিডিয়া পেজ থেকেও যথেষ্ট ভাইরাল হয়।

সম্প্রতি ‘মিস ইউনিভার্স’-এর ইন্সটাগ্রাম পেজ থেকে হরনাজের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভিডিওতে হরনাজের পরনে রয়েছে কমলা রঙের একটি মারমেড গাউন। গাউনটি জুড়ে রয়েছে কমলা রঙের ক্রিস্টালের চেন। হল্টারনেক গাউনটির নেকলাইন যথেষ্ট ডিপ হওয়ার কারণে হরনাজের ক্লিভেজ সুস্পষ্ট হয়ে উঠেছে। গাউনের কাঁধের অংশ থেকে কমলা রঙের সাটিনের ভেল নেমে গিয়েছে হরনাজের পা অবধি। এই পোশাকের সাথে কানে লম্বা স্টোন স্টাডেড ইয়ারিং পরেছেন হরনাজ। চুল ওয়েভি সেটিং করে ছাড়া রয়েছে। একটি ঘরের মধ্যে সামান্য হেঁটে এসে সাটিনের ভেলকে হাওয়ায় উড়িয়ে দিয়ে অল্প হেসেছেন হরনাজ।

আরও পড়ুন -  Shefali Jariwala: কাঁটা লাগা গার্ল শেফালি, হট অবতারে, ভক্তদের হুঁশ ওড়ালেন

হরনাজের এই ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথেই তাঁর ঈষৎ ভারী শরীর নিয়ে কটাক্ষ করেছেন নেটিজেনদের একাংশ। হরনাজ একটি বিরল রোগের শিকার। শৈশব থেকেই তাঁর শরীরে সেলিয়াক। ফলে হরনাজের খাদ্যতালিকা গ্লুটেন ফ্রি হওয়ার পাশাপাশি রীতিমত সংযত। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তৈরি হয়েছে তাঁর ডায়েট চার্ট। সেলিয়াকের ফলে হরনাজের শরীরে মাঝে মাঝেই দেখা যাচ্ছে ফোলা ভাব।

আরও পড়ুন -  Sohini Sarkar: সাহসী সোহিনী, উন্মুক্ত ক্লিভেজ, ধবধবে সাদা পোশাকে

মিস ইউনিভার্স হওয়ার পর থেকে বিভিন্ন দেশে যাতায়াত করার সুবাদে হরনাজের শরীরে আবহাওয়ার পরিবর্তনের প্রভাব পড়ছে যা সেলিয়াক আক্রান্ত রোগীর পক্ষে ক্ষতিকর। এর ফলেই হরনাজের শরীরে দেখা দিচ্ছে ফোলা ভাব।

আরও পড়ুন -  Radhika Apte: অভিনেত্রীর নগ্ন ক্লিপ ফাঁস, পরিবারের সামনে একদম না