Neymar: বড় জয় পিএসজির, নেইমারের জোড়া গোলে

Published By: Khabar India Online | Published On:

 লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। শনিবার রাতে ৫-২ গোলের জয় পেয়েছে তারা। পার্ক দ্য প্রিন্সেসে মঁপেলিয়ার বিপক্ষে আলো ছড়িয়েছেন ব্রাজিলীয় তারকা নেইমার। গোল করেছেন কিলিয়ান এমবাপ্পেও, দিনটি ভালো যায়নি লিওনেল মেসির।

ঘরের মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে পিএসজি। ম্যাচের ২৩তম মিনিটেই এগিয়ে যেতে পারতো। ইনজুরি কাটিয়ে দলে ফেরা এমবাপ্পে পেনাল্টি মিস করেন।৩৯তম মিনিটে মঁপেলিয়ারের ফ্যালায়ে সাকুর আত্মঘাতী গোলেই এগিয়ে যায়।

আরও পড়ুন -  তন্বী পুলে তার ভেজা পিঠ দেখায়, তার মায়ের মৃত্যুর শোক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে

 ফের পেনাল্টি পায় পিএসজি। এবার পেনাল্টি নেন নেইমার, মিস করেননি তিনি। পিএসজি এগিয়ে যায় ২-০ গোলে। বিরতির পর ম্যাচের ৫১তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে পিএসজিকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন নেইমার। সাত মিনিট পর একটি গোল পরিশোধ করে মপেঁলিয়ারের ওহবি খাজরি।

আরও পড়ুন -  Neymar: সফল অস্ত্রোপচার সম্পন্ন নেইমারের

এমবাপ্পে গোল করেন ম্যাচের ৬৯তম মিনিটে, পিএসজি এগিয়ে যায় ৪-১ এ। ৮৮তম মিনিটে গোল করেন পিএসজির নতুন তারিকা রেনেটো সানচেজ। ম্যাচের যোগ করা সময়ে আরো একটি গোল পরিশোধ করে সফরকারী দল। ফলে ৫-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন মেসি-নেইমার-এমবাপ্পেরা।

আরও পড়ুন -  ক্যামেরার সামনে হাজির আঁটসাঁট পোশাকে অভিনেত্রী Kajal Agarwal, ভক্তদের চোখের পাতা পড়ছে না, Video Watch