Sonia Gandhi: সোনিয়া গান্ধী, আবার করোনায় আক্রান্ত

Published By: Khabar India Online | Published On:

 দু’মাস পর আবারও আক্রান্ত হয়েছেন বিরোধীদল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন দলের যোগাযোগবিষয়ক দায়িত্বপ্রাপ্ত রাজনীতক ও এমপি জয়রাম রামেশ।

আরও পড়ুন -  পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিম: মাত্র ৫ লাখ টাকায় পেয়ে যাবেন ১০ লাখ, জেনে নিন চমকপ্রদ অফারটি

 টুইট বার্তায় তিনি বলেছেন, সোনিয়া গান্ধী বর্তমানে স্থিতিশীল রয়েছেন এবং সব ধরনের প্রোটোকল মেনে তিনি আইসোলেশনে থাকবেন।

টুইটে জয়রাম বলেন, কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী পরীক্ষায় আজ করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। সরকারের প্রোটোকল অনুযায়ী তিনি আইসোলেশনে আছেন।

আরও পড়ুন -  করোনাকালে ডিজিটাল শিক্ষণ

কংগ্রেসের টুইটার অ্যাকাউন্টেও এক টুইটে বলা হয়েছে, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী আজ কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। আমরা তার দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করছি।

গত জুনে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কংগ্রেসের নেত্রী।

আরও পড়ুন -  লকডাউনের মেয়াদ কি হবে আগামীকাল জানা যাবে, পশ্চিমবঙ্গের লাভ হয়েছে, বিশেষজ্ঞরা জানিয়েছেন