Kareena Kapoor Khan: করিনা শারীরিক সম্পর্কের ইচ্ছা হারিয়েছিলেন, সইফের সাথে

Published By: Khabar India Online | Published On:

করিনা কাপুর (Kareena Kapoor khan) বর্তমানে দুই পুত্রসন্তানের মা। দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হতেই চাননি।

সারোগেসির সাহায্য নিতে চেয়েছিলেন। তবে রাজি ছিলেন না সইফ আলি খান (Saif Ali Khan)। করিনার যৌন ইচ্ছা চলে গিয়েছিল। এবার এই বিষয়ে কথা বলেন।

আরও পড়ুন -  Ganesh Chaturthi: গণেশ পুজো করলেন তৈমুর, ছবি শেয়ার হতেই কটাক্ষ নেটিজেনদের

নিজের অন্তঃসত্ত্বা হওয়ার সময়ের প্রতিটি মুহূর্ত করিনা তুলে ধরেছেন তাঁর লেখা বই ‘দি প্রেগন্যান্সি বাইবেল’-এ। এই বইটি প্রকাশিত হওয়ার সময় করণ জোহর (Karan Johar)এর সাথে আড্ডায় মেতে উঠেছিলেন করিনা। করণ তো বরাবরই যৌনতা সম্পর্কে অকপট।

আরও পড়ুন -  আপনার ফ্রিজকে দীর্ঘস্থায়ী ও ভালো রাখার ৫ টি টিপস!

তিনি করিনার কাছে জানতে চেয়েছিলেন, অন্তঃসত্ত্বা অবস্থায় একজন নারীর যৌন কামনা আদৌ থাকে কিনা! নিজেকে নিয়েই বা করিনা কি অনুভব করেন! করিনা উত্তর দিয়েছিলেন, কখনও কখনও তাঁর মনে হতে, স্ফীত পেট নিয়ে তাঁকে খুব সুন্দর লাগছে। সইফও তাঁর এই রূপের প্রশংসা করতেন।