অনুব্রত মন্ডলের কাহিনী সিনেমার গল্পের থেকেও রঙিন

Published By: Khabar India Online | Published On:

পার্থ, অর্পিতার পাশাপাশি তৃণমূলের আরেক সৈন্যের পতন হল রাখি পূর্ণিমার দিন।

তদন্তে অসহযোগিতার অভিযোগে গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে পাকড়াও সিবিআই এর। আর তলব নয়, এবারে বাড়িতে হানা দিয়ে আটক করা হয় অনুব্রতকে (Anubrata Mandal)।

আরও পড়ুন -  Joe Biden: লড়বেন জো বাইডেন, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে

 পার্থ অর্পিতা যেমন চোর আখ্যা পেয়েছে, তেমনই গরু চোর, কয়লা চোর তকমা পেয়েছেন তৃণমূলের অনুব্রত মণ্ডল। এদিন অনুব্রত মণ্ডলের বাড়িতে ঢুকে সব দরজায় তালা লাগিয়ে দেন সিবিআই অফিসাররা। তাকে সর্বপ্রথম দুর্গাপুরে সিবিআইয়ের অফিস ক্যাম্পে নিয়ে যাওয়া হবে, তারপর সেখানেই তাকে দফায় দফায় জেরা করা হবে বলে সূত্রের খবর।

আরও পড়ুন -  তিলোত্তমার অটোপ্সি রিপোর্টে ভয়ংকর তথ্য, গভীর ক্ষত শরীরে ১৪ জায়গায়!

 অনুব্রত মণ্ডলের ব্যাক্তিগত জীবনের ইতিহাস। কে এই অনুব্রত? যার কথা বলার স্টাইল শুনলে অনেকে হাসেন, মিম বানান, কে এই অনুব্রত? দাপটে তৃণমূল নেতা।