স্কিন কালার ব্রালেটে Ena, নেটিজেনদের ঘুম নেই

Published By: Khabar India Online | Published On:

এণা সাহা (Ena Saha) নব্য মহিলা প্রযোজক হলেও কোনো পরিস্থিতিতেই দমে যাওয়ার পাত্রী নন। এণা প্রযোজিত ফিল্ম ‘চিনে বাদাম’ এর রিলিজের মাত্র কয়েকদিন আগে ফিল্মের নায়ক যশ দাশগুপ্ত (Yash Dasgupta) সরে দাঁড়ান প্রোমোশন থেকে।

 এণার ফোন ধরছিলেন না তিনি। ‘চিনে বাদাম’ এর বক্স অফিসে এই ঘটনার যথেষ্ট প্রভাব পড়েছে। ‘চিনে বাদাম’ বক্স অফিসে চূড়ান্ত অসফল। সম্প্রতি নিজের কিছু ছবি শেয়ার করে তিনি তা বুঝিয়ে দিলেন।

আরও পড়ুন -  কোভিড-১৯এর মোকাবিলা করার জন্য আরসিএফ একটি নতুন পণ্য তৈরি করল : আইসো প্রোপাইল অ্যালকোহল (আইপিএ) ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার

সোশ্যাল মিডিয়ায় এণার শেয়ার করা ছবিতে তাঁর পরনে রয়েছে পার্পল রঙের কো-অর্ড সেট। এই কো-অর্ড সেটে রয়েছে একটি ব্লেজার ও ট্রাউজার। ব্লেজারের কোমরের কাছে বাঁধা রয়েছে বো। এই পোশাকের ভিতরে স্কিন রঙের ব্রালেট পরেছেন এণা। ব্রালেটের ডিপ নেকে রয়েছে কালো লেসের কারুকার্য। এই পোশাকের সাথে গলায় লাল স্টোনের পেনডেন্ট পরেছেন এণা। হাতে রয়েছে লাল ও সাদা স্টোন স্টাডেড ব্রেসলেট। ঠোঁট রাঙানো লাল রঙের লিপস্টিকে। চুল খোলা রয়েছে।

আরও পড়ুন -  শার্টের ফাঁকে উঁকি সুস্পষ্ট অন্তর্বাস, ‘নিজেকে নষ্ট করবেন না’, এনার ছবি দেখে তাঁর ভক্তদের আর্জি

একটি গাড়ির সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ছবিগুলি তুলেছেন এণা। ছবিগুলি শেয়ার করে ক্যাপশন দিয়ে এণা লিখেছেন, স্বপ্ন কখনও ম্যাজিকের মতো পূরণ হয় না। তা পূরণ করতে চাই দৃঢ়তা ও ঘাম ঝরানো হার্ডওয়ার্ক। ক্যাপশনটি পড়ে ইঙ্গিতবাহী মনে হতেই পারে। অবশ্যই সেই ইঙ্গিতের লক্ষ্য ইন্ডাস্ট্রির ‘ফর্সা ছেলে’।
শিশুশিল্পী হিসাবে টলিউডে এসেছিলেন এণা। একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। নবম শ্রেণীতে পড়াকালীন ফিল্মে ডেবিউ করেছিলেন এণা। এরপর ‘বিগ বস বাংলা’-র মাধ্যমে পরিচিতি পান তিনি।

আরও পড়ুন -  Dance Video: দুই যুবতীর খোলা ছাদে প্রাণ খোলা নাচ, ‘দেখেছি প্রথমবার’এর তালে, ঝলক দেখুন