শস্য এবং সূর্যমুখী তেল বহনকারী আরও চারটি জাহাজ একটি নিরাপদ সামুদ্রিক করিডোর দিয়ে ইউক্রেনের বন্দর ছেড়েছে। রবিবার ওডেসা এবং চোরনোমর্স্ক বন্দর থেকে রওনা হয়ে জাহাজগুলো বসফরাস প্রণালী দিয়ে যাত্রা করবে।
বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
চারটি জাহাজের মধ্যে দুটি তুরস্কে নোঙ্গর করবে। অন্য দুটি সরাসরি ইতালি এবং চীনের দিকে যাচ্ছে।
গত ফেব্রুয়ারি থেকে রাশিয়ার অবরোধের কারণে ইউক্রেনে লাখ লাখ টন শস্য আটকে আছে। যার ফলে অন্যান্য দেশে খাদ্যের ঘাটতি ও উচ্চমূল্য দেখা দিয়েছে। গত মাসে তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্থতায় একটি চুক্তির অধীনে রাশিয়া-ইউক্রেন সম্মতিতে পুনরায় শস্য রপ্তানি শুরু হয়। চুক্তিটি বহাল থাকলে, ইউক্রেন প্রতি মাসে তিন মিলিয়ন টন শস্য রপ্তানি করবে বলে আশা করছে।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলছে, শস্য রপ্তানি শুরু হওয়ায় বিদেশি কোম্পানিগুলোকে দেশের বন্দরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে। পুনরায় রপ্তানি বৈশ্বিক খাদ্য সংকট কমাতে সাহায্য করবে বলেও আশা করছে কর্তৃপক্ষ।