আবহাওয়ার বড় পরিবর্তন, দক্ষিণবঙ্গের

Published By: Khabar India Online | Published On:

 আগামী ৭ তারিখের মধ্যেই মাছ সমুদ্রে থাকা মৎস্যজীবীদের তীরে ফিরে আসার নির্দেশ দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। পুরো দীঘা উপকূল জুড়ে শুরু হয়েছে মাইকিং ব্যবস্থা। জানানো হয়েছে, নিম্ন চাপের কারণে আগামী ৮ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত সমুদ্রের মাছ ধরতে যেতে পারবেন না মৎস্যজীবীরা। এই সময় একটা গভীর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যা বঙ্গোপসাগর উপকূলে আছড়ে পড়বে।

আরও পড়ুন -  ঘাড়ের ত্বকের যত্ন, কী ভাবে নেবেন?

বঙ্গোপসাগরের নিম্ন উপকূলে ইতিমধ্যেই এই নিম্নচাপ তৈরি হতে শুরু করেছে। বাংলা উপকূলে আগামী সোমবার থেকে নিম্নচাপের প্রভাব শুরু হতে পারে। সোমবার থেকেই মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। মঙ্গলবার এবং বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন -  Maharashtra: দুর্ঘটনায় নিহত ১৩, আহত ২৫, মহারাষ্ট্রে বাস দুর্ঘটনায়

 অন্ধ্রপ্রদেশ উপকূল এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে রয়েছে একটি বড় ঘূর্ণাবর্ত। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকার ঘূর্ণাবর্ত খুব শীঘ্রই একটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিবর্তিত হতে পারে এবং নিম্নচাপটি ওড়িশা উপকূল সংলগ্ন এলাকাতে সোমবারের পর আছড়ে পড়তে পারে।  নিম্নচাপ আরো শক্তি বৃদ্ধি করতে পারে বলে মনে করছে আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন -  Weather: আগামী ২৪ ঘন্টায় আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে, নদী-সমুদ্র উত্তাল হতে পারে

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শক্তি বৃদ্ধি করে এই নিম্নচাপ উত্তর পূর্ব দিকে এগিয়ে আসতে পারে। উড়িষ্যা এবং বাংলার উপকূলের মাঝে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। ওড়িশা রাজ্যের সঙ্গে সঙ্গে বাংলাতেও এই নিম্নচাপের প্রভাব পড়বে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা।