সোনম কাপুর, বিছানায় শুয়ে এমন একটি ছবি দিলেন অভিনেত্রী

Published By: Khabar India Online | Published On:

হিসাব মতো চলতি মাসেই মা হওয়ার কথা অভিনেত্রীর। সন্তান জন্মানোর কয়েকদিন আগেই নিজের একটি ছবি শেয়ার করে নিজের কষ্টের কথা জানালেন অভিনেত্রী। শুরু থেকেই অন্তসত্তা অবস্থায় নিজের একাধিক লুকের ছবি শেয়ার করেছিলেন।

সম্প্রতি সোনাম কাপুর নিজের পায়ের একটি ছবি শেয়ার করে নিয়েছেন যেখানে দেখা গিয়েছে অভিনেত্রীর পা প্রেগন্যান্সির কারণে ফুলে রয়েছে। বিছানাতে একটি উঁচু জায়গার উপর পা তুলে শুয়ে রয়েছেন অভিনেত্রী, তা তার শেয়ার করা ছবিতেই দৃশ্যমান। নিজের ইনস্টা স্টোরিতে এই ছবি শেয়ার করেছেন তিনি।

আরও পড়ুন -  নতুন সানি লিওন হলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া, এমন দৃশ্য দেখালেন ওয়েব সিরিজে

নিজের পায়ের এই অবস্থা দেখে ছবি শেয়ার না করে পারেননি অভিনেত্রী। ছবি শেয়ার করার পাশাপাশি লিখেছেন, মাঝে মাঝে অন্তসত্তা হওয়াও কষ্টদায়ক। উল্লেখ্য, ছবিতে অভিনেত্রীকে একটি ফ্লোরাল প্রিন্টের ট্রাউজারে দেখা গিয়েছে।

আরও পড়ুন -  কার্ভি ফিগার দেখালেন Nora Fatehi, স্পষ্ট অন্তর্বাস, স্বচ্ছ কালো পোশাকে, তোলপাড় ইন্টারনেট, VIDEO

আপাতত সোনাম কাপুর ও তার স্বামী আনন্দ আহুজা অপেক্ষায় রয়েছেন তাদের প্রথম সন্তানের। তাদের পাশাপাশি তাদের দুই পরিবারও অপেক্ষা করছেন নতুন ছোট্ট সদস্যের। জানা গিয়েছে, মা হওয়ার পর ছ’মাস নিজের বাবা-মার কাছেই থাকবেন তিনি। বিয়ের পর থেকে বেশিরভাগ সময়ই আনন্দ আহুজার সাথে লন্ডনের বাড়িতেই থাকেন অভিনেত্রী। অবশ্য দিল্লিতে আলিশান বাড়ি রয়েছে তাদের।

আরও পড়ুন -  Bay Leaf: তেজপাতা চুল পড়া বন্ধ করে

মা হওয়ার পরে একটু সুস্থ হয়েই আবার কাজ শুরু করবেন।