Pori Moni: উপহার খাট জুড়ে, দিন গুনছেন পরীমণি সন্তানের

Published By: Khabar India Online | Published On:

সন্তান আসার আনন্দ যেন সব আনন্দের উপরে। এইসময় একজন স্ত্রী পূর্ণাঙ্গ নারী হয়ে ওঠে।

শরীরের পাশাপাশি মনে মনে সে হয়ে ওঠে দায়িত্বশীল, শান্ত, শিথিল এবং উৎফুল্ল। সেরকমই, বাংলাদেশের অন্যতম চর্চিত সুন্দরী অভিনেত্রী পরীমণি’র (Bangladeshi actress Pori Moni) অবস্থা। কারণ, তিনিও মা হতে চলেছেন। হাতে মাত্র আর কয়েকটা দিন।

আরও পড়ুন -  জনতার ব্রিগেড....

কয়েকদিন আগে, মায়ের হাতে সাধ খেয়ে সাধপূরণ হয়েছে। অভিনেত্রীর মা শিল্পী সরকার অপু, যেই মাকে তিনি পেয়েছিলেন ‘স্বপ্নজাল’ ছবিতে অভিনয়ের সময় থেকে। এই মা দুদিন আগে অভিনেত্রীকে নানান রান্নায় সাজিয়ে খাবার পরিবেশন করেন। চেটেপুটে সমস্ত খাবার, আনন্দ, আদর উপভোগ করেন তিনি, সেই ছবি ও ভিডিওও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।

আরও পড়ুন -  জামিন পাওয়া গেলনা ! মাদককাণ্ডে গ্রেফতার পরীমনির ঠাঁই কাশিমপুর শ্রীঘরে

আবারও সোশ্যাল মিডিয়ায় এলেন পরীমণি ও তার স্বামী রাজ।