Mahiya Mahi: মাহিয়া মাহি অক্টোবরে আসছেন

Published By: Khabar India Online | Published On:

পর্দায় আসতে চলেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি অনেকদিন পর। আসছে অক্টোবরে মুক্তি পেতে যাছে তার নতুন সিনেমা ‘যাও পাখি বলো তার’। মাহি ছাড়া আরও অভিনয় করেছেন শিপন মিত্র ও আদর আজাদ।  পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।

আরও পড়ুন -  Radhe Shyam: ৯৭টা চুমুতে ট্রেলর মুক্তুতে বাজিমাত, প্রভাস-পূজার

তিনি জানান, আগামী ৭ অক্টোবর রাজধানীর অত্যাধুনিক সব প্রেক্ষাগৃহসহ সারা দেশে মুক্তি পাবে সিনেমাটি।

মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘আগামী ৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এর আগে আমরা সিনেমার ‍মুক্তি নিয়ে বারবার ভেবেছি। অবশেষে এটাই চূড়ান্ত হয়েছে। সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছে। সেপ্টেম্বর থেকে ছবিটির টিজার, ট্রেলার গান প্রকাশ শুরু হবে।’

আরও পড়ুন -  Mimi Chakraborty: জয় বাংলা উৎসবে, মিমি চক্রবর্তী এখন বরিশালে

তিনি জানান, গ্রামীণ প্রেমের গল্প এটি। থাকছে প্রেম, বিরহ ও বিচ্ছেদ নিয়ে গল্প।

সিনেমাটির কাহিনি ও সংলাপ লিখেছেন আসাদ জামান। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় আরও করেছেন রাশেদ মামুন অপু, লাবণ্য, সুব্রত, রেবেকা, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), মাসুম বাশার, মিলি বাশারসহ অনেকে।

আরও পড়ুন -  INDIA-BANGLADESH: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক শুরু