২১শে জুলাই শহীদ স্মরণ

Published By: Khabar India Online | Published On:

সত্যজিৎ চক্রবর্তী, খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ মঙ্গলবার, ২১শে জুলাই, শহীদ স্মরণ। ১৯৯৩ সালের ২১শে জুলাই ধর্মতলার সিধু-কানু-ডহর সরণীতে ১৩জন তাজা যুবক পুলিশের গুলিতে নিহত হয়। তখন শাসন ক্ষমতায় ছিলো বামফ্রন্ট, সেই জন্য ঐ দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে তৃণমূল কংগ্রেস দল। যে হেতু সারা ভারতে তথা পশ্চিমবঙ্গে লকডাউন চলছে সে জন্য প্রকাশ্যে সভা-সমাবেশ সে কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের বাড়িতে বসে ভার্চুয়াল সভা করলেন।

আরও পড়ুন -  'নগ্ন হতেও রাজি প্রয়োজনে'