Viral: রণবীর-দীপিকা ভাইরাল

Published By: Khabar India Online | Published On:

প্রথমবার মণীশ মালহোত্রার শোয়ে ব়্যাম্পে হাঁটলেন রণবীর সিং। এদিন রণবীরের সঙ্গে ব়্যাম্পে পা মেলান দীপিকা পাড়ুকোন।

এদিন মণীশ মালহোত্রার শোয়ে হাজির ছিলেন করণ জোহর, গৌরী খান, ঈশান খট্টর, বিদ্যা বালান, সিদ্ধার্থ রায় কাপুর, দিয়া মির্জা সহ আরও অনেকে।
নিজের শো থেকে দীপিকা-রণবীরের ছবি পোস্ট করে মণীশ মালহোত্রা লেখেন ‘দ্যা গর্জাস কাপল’।

আরও পড়ুন -  ‘পাঠান’এর গানে উদ্দাম নাচ যুবতীর, কলকাতার নিউ মার্কেটে, লোকের সামনেই, VIRAL VIDEO

মণীশের শোয়ে দীপিকার পরনে ছিল অফহোয়াইট রঙের লেহেঙ্গা, তাতে সাদা সিক্যুইন এবং এমব্রয়ডারি কাজ করা।

মণীশের শোয়ে রণবীরের পরনে ছিল কালো রঙের শেরওয়ানি, যাতে সাদা সুতার কাশ্মিরী কাজ। শো শেষে দর্শকাসনে বসে মা অঞ্জু ভবনানীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন রণবীর সিং।

আরও পড়ুন -  Twitter: চুক্তি বাতিল করছেন মাস্ক, টুইটার