Brazil: ব্রাজিল চ্যাম্পিয়ন কোপা আমেরিকা

Published By: Khabar India Online | Published On:

ব্রাজিলের একচ্ছত্র দাপট মেয়েদের কোপা আমেরিকা। তাদের সামনে অন্য দলগুলো দুধেভাত। ১৯৯১ সাল থেকে শুরু কোপা ফেমেনিনার নয় আসরে সব কটিতেই ফাইনাল খেলেছে ব্রাজিলের মেয়েরা।

আরও পড়ুন -  Beautiful Hair: ঝলমলে চুল পেতে, বিশেষ টিপস

রবিবার (৩১ জুলাই) কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড অষ্টম এবং টানা চতুর্থবারের মতো শিরোপা জিতেছে সেলেসাওরা। ৩৯তম মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন ডেবোরা ক্রিস্টিয়ান ডি অলিভেরা।

আরও পড়ুন -  Bappi Lahiri: গানের দুনিয়ায় পা রাখলেন বাপ্পী লাহিড়ীর নাতি

এস্তাদিও আলফান লোপেজ স্টেডিয়ামে খেলাটা ফাইনালের মতোই হয়েছে। ব্রাজিল বল দখলে এগিয়ে থাকলেও প্রতিপক্ষের গোলপোস্ট লক্ষ্য করে শট বেশি নিয়েছে কলম্বিয়া।

ম্যাচ ব্রাজিল নিয়ন্ত্রণে রাখলেও কলম্বিয়ার চেষ্টার কমতি ছিল না। শেষ পর্যন্ত শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে পেরে  উঠেনি।

আরও পড়ুন -  জিএসটি রূপায়ণ বাবদ ঘাটতি মেটাতে পাঞ্জাব অপশন-১এর সুবিধা গ্রহণ করছে