ATM Booth: গ্রেফতার ২, প্রেমিকাকে খুশি করতে এটিএম বুথে চুরির চেষ্টা

Published By: Khabar India Online | Published On:

ভালোবাসার জন্য মানুষ কত কিছুই না করেন। বেআইনি কাজ করে তার জন্য প্রেমের অজুহাত দিলে কি চলবে? অবশ্যই না! আর তার জন্যই সম্প্রতি জেলে যেতে হয়েছে দুই ব্যক্তিকে।

 পুলিশ জানিয়েছে, গত শনিবার (৩০ জুলাই) দিল্লির রানহোলা এলাকায় একটি এটিএম থেকে টাকা চুরির চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে। তারা হলেন ২৭ বছর বয়সী কামাল ও ২০ বছর বয়সী পারভীন।

আরও পড়ুন -  Gold Price: সোনার দাম, রেকর্ড পতন, শুক্রবারে সস্তার আনন্দ

পুলিশের এক কর্মকর্তা জানান, স্থানীয় সময় শনিবার রাত ২টোর দিকে পুলিশ খবর পায়, দুই ব্যক্তি গ্যাস ওয়েল্ডার ব্যবহার করে এটিএম কাটার চেষ্টা করছে। ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, অভিযুক্তরা যন্ত্রপাতি ফেলে পালিয়েছে।

আরও পড়ুন -  Tamannaah Bhatia: রাজরানী সাজে তাপমাত্রার পারদ আরও ঊর্ধ্বমুখী, তামান্না এই ভাবে রূপ ছড়ালেন

পুলিশের উপ-কমিশনার (আউটার) সমীর শর্মা জানান, ওই এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে অভিযুক্তদের শনাক্ত করা হয় এবং পরে বাপরোলার হরফুল বিহার থেকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন -  ভূগর্ভস্থ জলের স্তর বাড়াতে নিজের বাড়িকেই বৃষ্টি বাড়ি বানিয়েছেন

জিজ্ঞাসাবাদে কামাল জানিয়েছেন, চুরির পরিকল্পনা তার ছিল। এর জন্য কাকার ভাই পারভীনের সঙ্গে মিলে গ্যাস কাটার, এলপিজি সিলিন্ডারসহ অন্যান্য যন্ত্রপাতির ব্যবস্থা করেছিলেন।

পারভীন বলেছেন, টাকা দেখিয়ে প্রেমিকাকে অভিভূত করার জন্য এই চুরিতে সাহায্য করতে রাজি হয়েছিলেন তিনি।

সূত্রঃ এনডিটিভি।