Rohit Sharma: রোহিত শর্মার টি-টোয়েন্টি সিরিজের আগেই বড় ধাক্কা, আশানুরূপ পারফরম্যান্স নেই

Published By: Khabar India Online | Published On:

বড় ধাক্কা খেলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বেশ কয়েক ম্যাচে রোহিত শর্মার ব্যাট থেকে আশানুরূপ পারফরম্যান্স আসেনি। তারই প্রতিফলন ঘটেছে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের লড়াইয়ে।

এতদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক ছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এবার তাকে পিছনে ফেলে তালিকার শীর্ষস্থানে পৌঁছে গেলেন নিউজিল্যান্ডের বিধ্বংসী ক্রিকেটার মার্টিন গাপ্টিল।

আরও পড়ুন -  অমিত শাহকে কি হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ?

ক্যারিবিয়ানদের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের পূর্বে রোহিত শর্মার পতন উদ্বেগ ছড়িয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। ২০২০ সালের শেষ লগ্নে মার্টিন গাপ্টিলকে পেছনে ফেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হয়েছিলেন রোহিত শর্মা। এদিন স্কটল্যান্ডের বিরুদ্ধে ৩১ বলে ৪০ রান করেন গাপটিল।

আরও পড়ুন -  IND Vs AUS: টেস্ট দল থেকে বাদ পড়বেন এই ক্রিকেটার, রোহিত এবং দ্রাবিড়ের মন্তব্যে জল্পনা তুঙ্গে

স্কটল্যান্ডের বিরুদ্ধে অনবদ্য ইনিংসের উপর ভর করে ফের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন। টি-টোয়েন্টিতে গাপ্টিলের রান ৩৩৯৯। দ্বিতীয় স্থানে থাকা রোহিতের (৩৩৭৯) থেকে ২০ রান বেশি।

আরও পড়ুন -  BSNL 5G: একটা বড় আপডেট, কোথায় চালু হবে নতুন BSNL 5G

টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলী। তাঁর রান ৩৩০৮। গত বছর প্রথম ব্যাটার হিসাবে টি-টোয়েন্টিতে ৩০০০ রানে পৌঁছেছিলেন কোহলী।