Street View: স্ট্রিট ভিউ ফিচার চালু হলো

Published By: Khabar India Online | Published On:

 জনপ্রিয় ফিচার স্ট্রিট ভিউ গুগল ম্যাপের। এবার পরীক্ষামূলকভাবে ভারতের ১০টি শহরে চালু হয়েছে।

শহরগুলো, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, পুনে, নাসিক, ভদোদারা, আহমেদনগর এবং অমৃতসর।

ফিচারটি ব্যবহার করে কোনো স্থানের রাস্তা, রেস্তোরাঁ বা পর্যটন এলাকা পুঙ্খানুপুঙ্খভাবে দেখা যাবে। নতুন কোথাও যাওয়ার আগে যারা সেই নির্দিষ্ট জায়গার ৩৬০ ডিগ্রি ভিউ পেতে চান তারা বেশ উপকৃত হবেন নতুন এই ফিচারটি।

আরও পড়ুন -  নতুন গুগল পিক্সেল ওয়াচ ২ ভারতে লঞ্চ হল, সব কিছু জেনে নিন

 গুগল ম্যাপে গিয়ে ব্যবহারকারীকে সরাসরি স্ট্রিট ভিউ লঞ্চ করতে হবে। তারপর নির্দিষ্ট একটি শহরের কোনো এক রাস্তা জুম করে যে কোনো স্থানকে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে দেখা যাবে। স্থানীয় ক্যাফে থেকে শুরু করে কালচারাল হটস্পটগুলো সম্পর্কেও খুঁটিনাটি তথ্য তুলে ধরতে পারবে এই প্ল্যাটফর্ম।

আরও পড়ুন -  Argentina-Croatia: ক্রোয়েশিয়ার পরিকল্পনা নেই, মেসিকে আটকানোর

নতুন এই ফিচার চালু ছাড়াও গাড়ি চালকদের সুবিধার্থে আটটি শহরের ট্রাফিক কর্তৃপক্ষের সঙ্গে সংযোগ স্থাপন করেছে গুগল। সেই তালিকায় রয়েছে, দিল্লি, হায়দ্রাবাদ, চণ্ডিগড়, আহমেদাবাদ, কলকাতা, গুরুগ্রাম, বেঙ্গালুরু এবং আগ্রা। এই শহরগুলোর নির্দিষ্ট কোনো রাস্তা বন্ধ থাকলে বা যানজটের সম্ভাবনা থাকলে আগে থেকেই যাতে গাড়িচালকরা জানতে পারবেন।

আরও পড়ুন -  Koneenica Banerjee: কণীনিকা অস্ত্রোপচার শেষে, কেমন আছেন?