Alia Bhatt: আলিয়া ভাট বিপাকে

Published By: Khabar India Online | Published On:

 কমিটমেন্ট রক্ষা করতে গিয়ে এবার ট্রলের শিকার হলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি তার প্রথম হলিউড সিনেমা ‘হার্ট অফ স্টোন’-এর শুটিং শেষ করে নিজের প্রযোজিত ‘ডার্লিংস’ সিনেমার প্রচারে অংশ নেন তিনি।

এই সময় আলিয়া বেবি বাম্পকে ছদ্মবেশ দিতে একটি সানশাইন বেলুনের পোশাক বেছে নিয়েছিলেন। সেই মুহূর্তে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনরা তাকে নিয়ে ট্রল করতে দ্বিধা করছেন না!

আরও পড়ুন -  Blade: অ্যাটলেটিকো সমর্থকরা, কোর্তোয়ার ফলক উপড়ে ফেলল

একজন লিখেছেন, ‘আমরা আপনার অসামাজিক চিন্তাধারার জন্য লজ্জিত বোধ করি। আমরা বিশ্বাস করি যে রণবীর আপনাকে ভালোবাসতেন বলেই বিয়ে করেছেন। বিয়ের আগেই গর্ভবতী হয়েছেন, বিষয়টি ভাবতেই লজ্জা হচ্ছে।’

আরও পড়ুন -  Ranbir Kapoor: যা বললেন রণবীর, আলিয়ার বাজে অভ্যাস নিয়ে

আর একজন লিখেছেন, ‘বিলাসবহুল পোশাক সম্পর্কে আপনার সীমিত জ্ঞানের জন্য আমরা আপনাকে দোষারোপ করতে পারি না, আপনি যদি আপনার বাজে মন্তব্যের মাধ্যমে একজন অভিনেত্রীকে আঘাত করা থেকে বিরত থাকেন তাহলে আমরা প্রশংসা করব। যখন একজন মিনি পোশাক পরে তখন আপনি তাকে নিয়ে সমালোচনা করেন, অথচ নিজে পরলে দোষ নেই! আপনার শিক্ষা হওয়া দরকার।’

আরও পড়ুন -  Megha Clothing Donation Camp: কালী পুজো উপলক্ষে অনুষ্ঠিত হলো মেঘা বস্ত্রদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান

একজন লিখেছেন, ‘এমন বাজে অবস্থায় প্রচারে না আসাই আপনার জন্য মঙ্গল। আগে আপনার অতিরিক্ত চর্বি কেটে ফেলুন।