Lightning: ২০ জন নিহত বজ্রপাতে, বিহারের আট জেলায়

Published By: Khabar India Online | Published On:

 বিহারের আট জেলায় একদিনে বজ্রপাতে ২০ জনের মৃত্যু হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার উত্তরাঞ্চলে আরও বজ্রপাতের পূর্বাভাস দেয়া হয়েছে।

বুধবার (২৭ জুলাই) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

বিহারের জনগণকে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পরামর্শ যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিতিশ কুমার।

আরও পড়ুন -  Real Madrid: গল্প লিখলো রিয়াল

প্রতি বছর বর্ষা মৌসুমে বজ্রপাতে শত শত মানুষ মারা যায়। এই উচ্চ সংখ্যক মৃত্যুর জন্য দায়ী কারণগুলোর মধ্যে একটি হলো বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে খোলা আকাশের নিচে কাজ করেন বিপুল সংখ্যক মানুষ।

মঙ্গলবার নিতিশ কুমার মৃতদের প্রত্যেকের পরিবারের জন্য ৪০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

আরও পড়ুন -  আদিবাসী দিবস এর শ্রদ্ধা...

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে একটি সভা করে রাজ্যের কর্মকর্তাদের স্কুল ও হাসপাতালসহ সব সরকারি ভবনে বজ্র নিরোধক স্থাপন করতে বলেন মুখ্যমন্ত্রী।

 ভৌগোলিক অবস্থানের কারণে বর্ষাকালে ঘন ঘন বজ্রপাতের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আরও পড়ুন -  TamilNadu: ১৩ জনের মৃত্যু বিষাক্ত মদপানে, আটক দুই

এই বছরের ফেব্রুয়ারিতে বিবিসি জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে ভারতে বজ্রপাতের সংখ্যা অনেক বেড়েছে।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ট্রপিক্যাল মেটিওরোলজির তথ্য অনুযায়ী, ১৯৯৫ থেকে ২০১৪ সালের মধ্যে বজ্রপাত দ্রুত বৃদ্ধি পেয়েছে৷

সূত্রঃ বিবিসি। / প্রতীকী ছবি।