VIRAL: অভিনেত্রী শিল্পী রাজের সঙ্গে বিছানায় খেসারি লাল যাদব, এমন কাজ শুরু করলেন লজ্জা পাবেন ভিডিও দেখে

Published By: Khabar India Online | Published On:

 নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। দেখা গিয়েছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটিকে। ভাইরাল হওয়া গানে শিল্পী রাজ ও কেশরী লাল যাদবকে।

 ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

আরও পড়ুন -  ট্যাটু করতে গেলেন আম্রপালি দুবে নিরাহুয়ার নাম হাতে থাকবে, এনাদের কেমিস্ট্রি দারুন পছন্দ করলেন নেটদর্শকরা

শিল্পী রাজ ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘দরদ উঠেলা’ এই গানের তালেই পর্দায় কেশরী লাল যাদবের সাথে রোমান্টিক হয়েছেন।

 স্বামী-স্ত্রীর ভূমিকাতেই ছিলেন তারা। পর্দায় নিজেদের বাড়ির মধ্যেই তাদের একে অপরের সাথে ঘনিষ্ট হতে দেখা গিয়েছিল। এই গানের সাথে পর্দায় রীতিমতো গদগদ প্রেমের দৃশ্যে দেখা মিলেছে তাদের, রীতিমতো উপভোগ করেছেন ভোজপুরী দর্শকরাও। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই, তা স্পষ্ট হবে। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কেশরী লাল যাদবের কোন ভিডিওই নজর এড়ায় না তার ভক্তদের।

আরও পড়ুন -  Rain forecast in South Bengal: ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের ৬ জেলায়, কবে হবে বৃষ্টি? জানুন

‘পিএনপি সুপার প্রেমী নিতিশ পান্ডে’ নামের একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেল থেকে এই হিট ভোজপুরি গানটি ১০ মাস আগে শেয়ার করে নেওয়া হয়েছিল। এই মুহূর্তে এই ভিডিওটি ১৯ হাজারেরও বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে।

আরও পড়ুন -  Anjali Arora: ওয়ানপিসে ফিগার ফ্লন্ট করলেন অঞ্জলি, কালো অফশোল্ডার, পোজ দিলেন মিষ্টি হাসি মুখেই