পাকিস্তানের পাঞ্জাবের গভর্নর হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে শনিবার (২৩ জুলাই) নবনির্বাচিত মুখ্যমন্ত্রী হামজা শেহবাজকে শপথ পাঠ করান পাঞ্জাবের গভর্নর বালিঘুর রেহমান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি দৈনিক দ্য ডন।
শুক্রবার (২৩ জুলাই) রাতে পাঞ্জাবের প্রাদেশিক পার্লামেন্টে নানা নাটকীয়তার পর পারভেজ এলাহিকে পরাজিত করে আবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন হামজা শেহবাজ।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে, পাঞ্জাবের প্রাদেশিক পার্লামেন্টে শুক্রবার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা পরে শুরু হওয়া অধিবেশনে দেখা যায় যে, পিটিআই এবং পিএমএল-কিউ-এর যৌথ প্রার্থী পারভেজ এলাহি ১৮৬ ভোট, হামজা শাহবাজ ১৭৯ ভোট পান। তবে শেষ মুহূর্তে দলিয প্রধানের নির্দেশ লঙ্ঘনের অভিযোগে ডেপুটি স্পিকার দোস্ত মুহাম্মদ মাজারি পিএমএল-কিউ-এর ১০টি ভোট প্রত্যাখ্যান করার ফলে পারভেইজ এলাহির ভোট সংখ্যা দাড়ায় ১৭৬-এ।
ডেপুটি স্পিকার দোস্ত মুহাম্মদ মাজারি বলেন, পিএমএল-কিউ প্রধান চৌধুরী সুজাত হুসেনের তার সদস্যদের এলাহীর পরিবর্তে হামজাকে ভাট দেয়ার নির্দেশ দিয়েছেন সুতারাং পিএমএল-কিউ-এর ১০টি ভোট গণনা করা হবে না। পরে হামজাকে তিন ভোটে জয়ী দেখিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসাবে পুনঃনির্বাচিত ঘোষণা করেন ডেপুটি স্পিকার।
ডেপুটি স্পিকার দোস্ত মুহাম্মদ মাজারির এমন রুলিং-এর বিরোধিতা করে দেশটির সুপ্রিমকোর্টে পিটিশন দায়ের করেন পারভেজ এলাহি। শনিবার পারভেজ এলাহির পিটিশনের ভিত্তিতে পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃতে গঠিত তিন সদস্যের বেঞ্চ ডেপুটি স্পিকারকে তলব আদালত। স্থানীয় সময় ২.৩০ মিনিটে ডেপুটি স্পিকার দোস্ত মুহাম্মদ মাজারি উপস্থিতিতে শুনানি শুরুর কথা রয়েছে।