Janhvi Kapoor: বীজগণিত কী কাজে লাগে? জাহ্নবী কাপুর

Published By: Khabar India Online | Published On:

‘সাহিত্য, ইতিহাস মানুষকে সমৃদ্ধ করে। সংস্কৃতিমনস্ক করে তোলে। কিন্তু গণিত? তা তো মানুষকে প্রতিবন্ধী করে।’

 কেন গণিত বিদ্বেষী এমন কথা? আসলে সম্প্রতি বলিউড তারকা জাহ্নবী কাপুর এভাবেই তার পড়াশোনার বিষয়টি শেয়ার করেছেন।গণিতপ্রেমীরাও এমন বক্তব্যে অবাক।

আরও পড়ুন -  Salman Khan: সাপের কামড় খেয়েও জন্মদিনে ক্যামেরার সামনে ভাইজান, ভাইরাল ভিডিও

 তাতে জাহ্নবী কাপুরের কিছু যায় আসে না। সোজাসাপ্টা তার মন্তব্য। তিনি নাকি তার পড়া নিয়ে ব্যক্তিগত বিষয়টি প্রকাশ করেছেন। অনেকে আবার বলিউড নায়িকার এই বক্তব্যকে মজার হিসেবে নিয়েছেন।

সাক্ষাৎকারে সঞ্চালকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে জাহ্নবী নিজের স্কুলজীবনের কথা তুলে ধরে বলেন, ‘আমি শুধুমাত্র ইতিহাস এবং সাহিত্য পড়তে ভালোবাসতাম। তাতে ভালো রেজাল্টাও করেছি। কিন্তু অঙ্ক আমার মাথায় ঢুকতো না। আমি আজও বুঝি না অ্যালজেব্রা কী কাজে লাগে!’

আরও পড়ুন -  Janhvi Kapoor: ঝড় তুললেন জাহ্নবী, জন্মদিনে ঘোষণা করে

২০১৮ সালে প্রেমের ছবি ‘ধড়ক’র মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন জাহ্নবী। তারপর ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’ ও ‘ঘোস্ট স্টোরিজ’র মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন।

 চলতি বছরের ২৯ জুলাই মুক্তি পাচ্ছে জাহ্নবী অভিনীত ‘গুডলাক জেরি’ ছবি।

আরও পড়ুন -  Croatia-Morocco: আটকে দিল মরক্কো, ক্রোয়েশিয়াকে, ‘এফ’ গ্রুপের ম্যাচে