Swastika Mukherjee: স্পষ্ট অন্তর্বাস, পোশাকের প্রসঙ্গে কড়া বার্তা স্বস্তিকার

Published By: Khabar India Online | Published On:

স্বস্তিকা (Swastika Mukherjee) মানেই বিতর্ক। ঠোঁটে বা লেখনীতে সব সময় থাকে ধারালো কথা। যা মন চায় সটান বলে দেন। এবার মুখ খুলেছিলেন নিজের সিনেমার প্রচার নিয়ে।

SVF ডিস্ট্রিবিউটর হওয়ার পরেও তার নতুন বাংলা সিনেমা শ্রীমতি (Shrimati) হল পায়নি, সঠিক শো-টাইম পর্যন্ত পায়নি। স্বস্তিকা নিজেই নানান অভিমান উগড়ে দেন তার সোশ্যাল মিডিয়ার পাতায়।

আরও পড়ুন -  Rocky Aur Rani Ki Prem Kahani: ‘তুম কেয়া মিলে’ গানে রোমান্টিক আলিয়া ও রণবীর, বরফে ঢাকা চারিদিক

এবারে, নতুন সাজে ধরা দিলেন তিনি। সেই সাজ দেখলে আপনার মনে সেইসব পুরুষদের কথা যারা একটা সময় হাতে রজনীগন্ধার মালা জড়িয়ে বাইজী বাড়ি যেতেন এবং গান শুনতেন।

আরও পড়ুন -  Swastika Mukherjee: স্বস্তিকার মন খারাপ, কেন ?

স্বস্তিকার পরনে ছিল পাতলা কালো পোশাক। কালো অন্তর্বাস ভীষণ ভাবে স্পষ্ট। এক হাতে মোটা শাঁখা পলা এবং ওই হাতেই রজনীগন্ধার –  জুঁই ফুলের মালা পেঁচানো। ক্যাপশনে স্বস্তিকা লিখেছেন – পুরুষদের পৃথিবী বলে কোনো কিছুই নেই, এই পৃথিবী তোমার, যা মন চায় তাই পরো, নিজে সত্য থাকো বা ঠিক থাকো।

আরও পড়ুন -  Swastika Mukherjee: স্বস্তিকার সময় কাটছে বন্ধুর সুইমিং স্যুট পরে, মেয়ের প্রশ্নে জবাব দিলেন অভিনেত্রী