Monkeypox: প্রথম মাঙ্কিপক্স রোগী শনাক্ত, কেরালায়

Published By: Khabar India Online | Published On:

 কেরালায় প্রথম মাঙ্কিপক্স আক্রান্ত এক রোগীর সন্ধান পাওয়া গেছে। তিনি চার দিন আগে সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতে ফিরেছিলেন।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ।

আরও পড়ুন -  Horoscope: আজ ১লা জানুয়ারি (১৬ই পৌষ) শনিবার রাশিফল দেখুন

তিনি জানিয়েছেন, ওই ব্যক্তি বিদেশে এক মাঙ্কিপক্স আক্রান্তের সংস্পর্শে আসেন। পরীক্ষায় তার শরীরেও সংক্রমণ পাওয়া গেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমান তার অবস্থা স্থিতিশীল।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রিপোর্ট পজিটিভ আসার পর বিশেষজ্ঞদের একটি দলকে কেরালায় পাঠাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই দলটি রাজ্য সরকারকে সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে সহায়তা করবে।

আরও পড়ুন -  অসহায় লোকেদের খাদ্য বিতরণ

বীণা জর্জ আরও বলেন, মাঙ্কিপক্সের উপসর্গ দেখার পর তার নমুনা পাঠানো হয় পুণের ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজিতে। ওই ব্যক্তি বিদেশে এক মাঙ্কিপক্স আক্রান্তের সংস্পর্শে ছিলেন। তাই দ্রুত তার পরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয়। সূত্রঃ  এনডিটিভি।

আরও পড়ুন -  Super Twelve: টিম টাইগার টসে জিতে, ফিল্ডিংয়ে