Two Workers: উত্তরপ্রদেশের দুই শ্রমিক, আগুন লেগে গুরুতর জখম

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, মালদা:   হরলিক্স ফ্যাক্টরিতে মেশিন আগুন লেগে গুরুতর জখম উত্তরপ্রদেশের দুই শ্রমিক।

এদিন দুপুরে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার নারায়ণপুরে। জানা গেছে জখম দুই শ্রমিকের নাম মনোজ কুমার যাদব এবং মুখেশ যাদব। দুইজনেরই বাড়ি উত্তরপ্রদেশে। জানা যায় প্রতিদিনের মতো এদিন দুপুরে নারায়ণপুরের একটি হরলিক্স ফ্যাক্টরিতে কাজ করছিলেন তারা। ঠিক সেই সময় মেশিনে আগুন লেগে জখম হয় তারা। এর পরই তাদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই তারা চিকিৎসাধীন।

আরও পড়ুন -  NATO Warns Ukraine: ন্যাটো ইউক্রেনকে সতর্ক করল, শীত আসছে