Ileana D’Cruz: ইলিয়ানা ডিক্রুজ ভাইরাল, বিকিনিতে ( Bikini )

Published By: Khabar India Online | Published On:

 অনুরাগ বসু (Anurag Basu) নির্মিত ‘বরফি’-র মাধ্যমে নজর কেড়েছিলেন ইলিয়ানা ডিক্রুজ (Ileana D’Cruz)।

তাঁর অভিনয় সকলের কাছে প্রশংসিত হয়েছিল। টক্কর দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra Jonas) ও রণবীর কাপুর (Ranbir Kapoor)কেও। তারপর হঠাৎই ইন্ডাস্ট্রি থেকে উধাও ইলিয়ানা। ‘দ্য বিগ বুল’ ফিল্মের মাধ্যমে আবারও কামব্যাক করেছেন ইলিয়ানা। এখন তাঁকে দেখা যাচ্ছে বিকিনিতে।

আরও পড়ুন -  Arshiya Mukherjee: ভুতু নায়িকা হতে চান, শিশুশিল্পী নয়

বিকিনি পরার জন্য ভালো স্থান হল মালদ্বীপ। সেখান থেকে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ইলিয়ানা।  ইলিয়ানার পরনে রয়েছে পার্পল রঙের বিকিনি ও বিচ কাফতান। চোখে রয়েছে সাদা রঙের ফ্রেমওয়ালা সানগ্লাস। চুল খোলা ও ঠোঁটে হালকা লিপস্টিক।

আরও পড়ুন -  শ্বশুর এবং পুত্রবধূ, সীমা অতিক্রম করলো সমস্ত লজ্জা, এই কাজ করে বসলো

 দেখা যাচ্ছে মালদ্বীপের নীল সমুদ্র ও সাদা সি-বিচ। ভিলার সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন ইলিয়ানা। ইলিয়ানাকে দেখা যাচ্ছে সুইমিং পুলে স্নান করতে। ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Ileana D’Cruz (@ileana_official)