Ileana D’Cruz: ইলিয়ানা ডিক্রুজ ভাইরাল, বিকিনিতে ( Bikini )

Published By: Khabar India Online | Published On:

 অনুরাগ বসু (Anurag Basu) নির্মিত ‘বরফি’-র মাধ্যমে নজর কেড়েছিলেন ইলিয়ানা ডিক্রুজ (Ileana D’Cruz)।

তাঁর অভিনয় সকলের কাছে প্রশংসিত হয়েছিল। টক্কর দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra Jonas) ও রণবীর কাপুর (Ranbir Kapoor)কেও। তারপর হঠাৎই ইন্ডাস্ট্রি থেকে উধাও ইলিয়ানা। ‘দ্য বিগ বুল’ ফিল্মের মাধ্যমে আবারও কামব্যাক করেছেন ইলিয়ানা। এখন তাঁকে দেখা যাচ্ছে বিকিনিতে।

আরও পড়ুন -  ভোটার কার্ডের ছবি পরিবর্তন করতে চান? পাল্টেছে চেহারা বয়স বাড়ার সঙ্গে, জানুন পদ্ধতি

বিকিনি পরার জন্য ভালো স্থান হল মালদ্বীপ। সেখান থেকে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ইলিয়ানা।  ইলিয়ানার পরনে রয়েছে পার্পল রঙের বিকিনি ও বিচ কাফতান। চোখে রয়েছে সাদা রঙের ফ্রেমওয়ালা সানগ্লাস। চুল খোলা ও ঠোঁটে হালকা লিপস্টিক।

আরও পড়ুন -  বহুলা থেকে চারজন ও কেন্দ্রা থেকে একজন পঞ্চায়েত সদস্য বিজেপিতে শামিল হল

 দেখা যাচ্ছে মালদ্বীপের নীল সমুদ্র ও সাদা সি-বিচ। ভিলার সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন ইলিয়ানা। ইলিয়ানাকে দেখা যাচ্ছে সুইমিং পুলে স্নান করতে। ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।