Case: টুইটার মামলা করল ইলন মাস্কের বিরুদ্ধে

Published By: Khabar India Online | Published On:

টেক বিলিয়নিয়ার ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করেছে টুইটার। টুইটার কেনার সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য ইলন মাস্কের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে বলে বুধবার এক প্রতিবেদনে জানায় বিবিসি।

প্রতিবেদন থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার কোর্ট অফ চ্যান্সারিতে এই মামলা দায়ের করে টুইটার কর্তৃপক্ষ। মামলায় টুইটার কেনার চুক্তি বাস্তবায়ন করতে ইলন মাস্ককে নির্দেশ দেয়ার আবেদন করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়, ব্যক্তিগত স্বার্থ পূরণ না হওয়ায় মাস্ক টুইটার এবং এর স্টকহোল্ডারদের প্রতি করা তার চুক্তি বাতিল করেছেন।

আরও পড়ুন -  Twitter: লিন্ডা ইয়াকারিনো নতুন সিইও টুইটারের

 আরও বলা হয়, টুইটারের মত একটি প্লাটফরম কেনার চুক্তি সাক্ষরিত হবার পরে ইলন মাস্ক কিভাবে তার মন পরিবর্তন করতে পারে। মাস্ক মনে করেন যে, ডেলাওয়্যার চুক্তি আইন সাপেক্ষে টুইটার কোম্পানিকে ক্ষতিগ্রস্ত করে, এর কার্যকারিতা ব্যাহত করে স্টকহোল্ডারদের মূল্য নষ্ট করে তিনি চলে যাবেন।

আরও পড়ুন -  Horoscope: আজ ২২শে নভেম্বর, রাশিফল দেখুন

মামলাটিতে আরও উল্লেখ করা হয়, টুইটার এবং এর ব্যবসা ক্ষতিগ্রস্ত করতে মাস্ক একটি ‘দীর্ঘ চুক্তি লঙ্ঘন’ করেছে।

গত শুক্রবার (৮ জুলাই) ৪৪ বিলিয়ন ডলারের টুইটার চুক্তি বাতিলের ঘোষণার পরই মামলা করার সিদ্ধান্ত নেয় টুইটার।

আরও পড়ুন -  টুইটারের পাখি উড়ে গেলো, এলো নতুন লোগো এক্স

টুইটারের পক্ষ থেকে ফেক অ্যাকাউন্ট বিষয়ে তথ্য দিতে ব্যর্থ হওয়ার কারণ উল্লেখ করে ইলন মাস্ক এই চুক্তি বাতিলের ঘোষণা করেন।