Weather: আগামী ২৪ ঘন্টায় আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে, নদী-সমুদ্র উত্তাল হতে পারে

Published By: Khabar India Online | Published On:

নিম্নচাপ এবং পূর্ণিমার কোটাল এর কারনে বুধ এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমুদ্র উপকূলবর্তী পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায়। দীঘা সহ সমুদ্র উপকূলের বেশ কিছু জায়গায় সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। ঘন্টায় ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে। উত্তাল হবে নদী এবং সমুদ্র।

আরও পড়ুন -  Medal: পেটের টিউমারকে উপেক্ষা করে, পদক নিয়ে বাড়ি ফিরলেন টেকমি সরকার

পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মাছ ধরার মরশুম। সুন্দরবনের কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, সাগর এবং পাথরপ্রতিমা এলাকার বেশ কিছু জায়গায় শুরু হয়েছে মাছ ধরা।

 দীঘার আশেপাশে শংকরপুর এবং জুনপুট এর মত জায়গায় ভিড় জমাতে শুরু করেছেন মৎসজীবীরা।

আরও পড়ুন -  শহর জুড়ে ধিক্কার মিছিল করল মালদা জেলা বিজেপি

মৎস্য দপ্তরের তরফ থেকে আজ বিকেলের মধ্যেই সব ট্রলারসহ মৎস্যজীবীদের নিরাপদ আশ্রয়ে ফিরে আসার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আগামীকাল অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার মাছ ধরার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। দীঘার মৎস্য বন্দরগুলিতেও শুরু হয়েছে সতর্কবার্তা জারি।

আরও পড়ুন -  Weather: নিম্নচাপের জেরে আরও দুর্যোগের আশঙ্কা, সতর্কতা জারি