Harsh-Bharti: ছেলের মুখ দেখালেন হর্ষ-ভারতী, উচ্ছ্বসিত অনুরাগীরা

Published By: Khabar India Online | Published On:

চলতি বছর জন্ম হয়েছে ‘গোলা’-র। এটাই আপাতত তার নাম। এশিয়ার অন্যতম মহিলা কমেডিয়ান ভারতী সিং (Bharti Singh) ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া (Harsh Limbachiya)র একমাত্র পুত্রসন্তান। ভারতী ও হর্ষ তাকে স্পটলাইটে রাখতে রাজি নন। তবু গোলার জন্মের আগে থেকেই পাপারাৎজিদের কৌতুহলের শেষ ছিল না। গোলার জন্মের পর তার বহু ভুয়ো ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

আরও পড়ুন -  Big Boss 15: রাখির সঙ্গে দুর্ব্যবহার, রেগে বিষ্ফোরক মন্তব্য সলমনের

ভারতী ও হর্ষ ভারতীয় রীতি মেনে প্রথমদিকে গোলার মুখ সোশ্যাল মিডিয়ায় দেখাতে চাননি। গোলার ছবি শেয়ার করলেও বারবার তার মুখ ইমোজি দিয়ে ঢেকে দিয়েছেন। এবার একটি ভিডিও তৈরি করে গোলার চেহারা সকলের সামনে নিয়ে এলেন।

আরও পড়ুন -  পশ্চিম বর্ধমান জেলার ২০২১ সিপিআইএম এর প্রার্থী তালিকা

সোমবার ইউটিউবে ভিডিওটি শেয়ার করে গোলার মা ভারতী ও বাবা হর্ষ বলেন, অবশেষে গোলা সকলের সামনে এল। জানা গেল, গোলার ভালো নাম লক্ষ্য (Lakshya)। ভিডিওতে গোলার মুখদর্শন করিয়ে ভারতী ও হর্ষ তাঁদের অনুরাগীদের কাছে গোলার জন্য আশীর্বাদ প্রার্থনা করেছেন। ভিডিওর শুরুতে ভারতী, গোলার ঘরটি সকলকে ঘুরিয়ে দেখান। সেখানে চারিদিকে রাখা আছে গোলার বিভিন্ন খেলনা এবং ছোট্ট বিছানা।