Suhana Khan: শাহরুখ কন্যা সুহানা, আবার সমালোচনার শিকার

Published By: Khabar India Online | Published On:

সুহানা খান (Suhana Khan)এর কাছে ট্রোলিং নিয়ে মাথা ঘামায় না। কয়েক বছর ধরে বিভিন্ন কারণে বারবার ট্রোলড হয়েছেন সুহানা। কখনও গায়ের রঙের জন্য ট্রোলড হতে হয়েছে। কখনও বা ট্রোলড হয়েছেন পোশাকের জন্য। শাহরুখ খান (Shahrukh Khan) দাঁড়িয়েছেন সুহানার পাশে। এবারেও তার ব্যতিক্রম হল না। আবারও ট্রোলড হলেন সুহানা। বলা হল, মালাইকা (Malaika Arora)-র ছোট বোন।

আরও পড়ুন -  Suhana Khan: লাল পিঠখোলা ড্রেস, হট ফটোসেশানে ফের নেটপাড়ায় আগুন ধরালেন শাহরুখ তনয়া সুহানা

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সুহানার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি কফিশপে গিয়েছেন সুহানা। তাঁর পরনে রয়েছে হট প্যান্ট, টি-শার্ট ও জ্যাকেট। যথেষ্ট ক্যাজুয়াল পোশাক পরলেও নেটিজেনদের কটাক্ষের সম্মুখীন হতে হয় সুহানাকে। তার উপর দেখা যায়, সুহানার দেহরক্ষী তাঁকে গাড়ির দরজা খুলে দিচ্ছেন। এরপরেই নেটিজেনদের মনে হয়, সুহানা অহঙ্কারী।

আরও পড়ুন -  Vicky Kushal: বিয়ের পরেই সুখবর জানালেন ভিকি

অপরদিকে আরিয়ান খান (Aryan Khan)-এর একটি ভিডিও কিছুদিন আগেই ভাইরাল হয়েছিল যেখানে পথশিশুদের প্রতি আরিয়ানের ব্যবহার প্রশংসিত হয়েছিল।