Landslide: ভূমিধসের কবলে পড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে, ২০ জন

Published By: Khabar India Online | Published On:

মণিপুর রাজ্যে ভারি বৃষ্টির কারণে ভয়াবহ ভূমিধসের কবলে পড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জন। এছাড়া নিখোঁজ অবস্থায় রয়েছেন এখনও প্রায় অর্ধশত মানুষ।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৩০ জুন) মণিপুর রাজ্যে ভারি বৃষ্টিপাতের ফলে রেলওয়ের নির্মাণাধীন প্রকল্প এলাকায় ভয়াবহ ভূমিধস হয়। মুহূর্তের মাঝেই মাটি চাপা পড়েন অনেকে। তাৎক্ষনিকভাবে ২৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও মারা যান আরও কয়েকজন। এছাড়াও এখনও নিখোঁজ রয়েছেন পায় অর্ধশত।

আরও পড়ুন -  কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত শেষ ওয়েবিনার 'সর্দার বল্লবভাই প্যাটেল – ঐক্যবদ্ধ ভারতের স্থপতি’

মণিপুর পুলিশের মহাপরিচালক পি. দৌঙ্গজেল বলেন, উদ্ধার অভিযান এখনও চলছে। বৃষ্টি কিছুটা কমায় অভিযান জোরদার করা হয়েছে। উদ্ধারকাজে ব্যবহারের জন্য ভারী যন্ত্রপাতি আনা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কতজন লোক আটকা পড়েছে নিচে সেটি এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন -  Philippines: বন্যা ও ভূমিধসে অন্তত ৩১ জন নিহত, ফিলিপাইনে

উদ্ধার অভিযানে স্থানীয় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও অংশ নিয়েছে। হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে হতাহতদের চিকিৎসা ও উদ্ধারকাজের জন্য।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজ অব্যাহত থাকলেও এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই বলা চলে।

আরও পড়ুন -  বিধানসভা নির্বাচনের ফলাফল - 2022

এদিকে ভয়াবহ বন্যায় আসামের অনেক এলাকা এখনও ডুবে আছে। ফসলের জমির জল নামেনি এখনও, জলের নিচে থেকে নষ্ট হয়ে গেছে অনেক ফসল। ছবি- সংগৃহীত।