Yash-Nusrat: যশকে চুম্বন নুসরতের, ক্যামেরার সামনেই

Published By: Khabar India Online | Published On:

যশ দাশগুপ্ত (Yash Dasgupta) ও নুসরত জাহান (Nusrat Jahan)এর কিছু যায় আসে না। দুজনেই নতুন প্রযোজক এণা সাহা (Ena Saha) কে তাঁদের ফোনে ব্লক করেছেন। অপরদিকে নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন নুসরত ও যশ। সম্প্রতি ক্যামেরার সামনেই একে অপরকে চুম্বন করলেন।

আরও পড়ুন -  শ্বশুরবাড়িতে আমার সমস্ত গয়না আছে, নিখিল অনেক টাকা নিয়েছে , নুসরত !

উইকডেজ-এ ফিল্ম দেখতে গিয়েছিলেন যশ ও নুসরত। মুভি নাইটস এর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে যশ অবশ্য আলাদা কোনো ক্যাপশন না ভাবতে পেরে ‘মুভি নাইটস’-ই লিখে দিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে, যশ ও নুসরতের হাতে পপকর্ণ।

আরও পড়ুন -  মহাকাশে মানুষ পাঠাতে গগণযান কর্মসূচির পরিকল্পনা : ডাঃ জিতেন্দ্র সিং

 তাঁরা তো কাটা ঘায়ে নুনের ছিটে দিতে পছন্দ করেন! যশকে চুম্বন করছেন নুসরত। যশের মুখে হাসি।

যশের ইনস্টাগ্রাম স্টোরি

গত বছর তাঁদের পুত্রসন্তান ঈশান (Yishaan J.Dasgupta)র জন্মের পর নুসরত জানান, ঈশান তাঁর বিবাহ-বহির্ভূত সম্পর্কের সন্তান নয়। কলকাতা পুরসভা প্রদত্ত বার্থ সার্টিফিকেটে ঈশানের বাবার নাম দেবাশিস দাশগুপ্ত লেখা হয় যা যশের প্রকৃত নাম। এমনকি এরপর যশের জন্মদিনে নুসরত, যশকে নিজের স্বামী হিসাবে সম্বোধন করেন।

আরও পড়ুন -  MS Dhoni: BCCI ধোনিকে বিরাট দায়িত্ব দিতে চলেছে, ক্ষমতা হ্রাস রাহুল-রোহিতের