Rituparna Sengupta: লাস্যময়ী ঋতুপর্ণা নেটের শাড়িতে, সোশ্যাল মিডিয়ায় ঝড়

Published By: Khabar India Online | Published On:

ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) ইন্ডাস্ট্রির ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে অন্যতম। বিভিন্ন সাজে নিজেকে মেলে ধরতে পছন্দ করেন ঋতুপর্ণা। কখনও তাঁকে দেখা যায় সুইমসুটে, কখনও বা জিনস-টপে।  এবার শাড়িতে ক্যামেরাবন্দী হলেন তিনি।

আগেও একাধিকবার শাড়ি পরিহিত ছবি শেয়ার করেছেন ঋতুপর্ণা। প্রতিবার তাঁকে লেগেছে সুন্দরী। সম্প্রতি ঋতুপর্ণা যে ছবিটি শেয়ার করেছেন তাতে তাঁর পরনে রয়েছে হালকা সবুজ রঙের নেটের শাড়ি। তাতে রয়েছে কাঁচ বসানো। তার সাথে মানানসই করে ঋতুপর্ণা পরেছেন নীলচে সবুজ কম্বিনেশনের ফ্লেয়ারড ব্লাউজ। ব্লাউজটি স্লিভলেস। ডিপ নেক ব্লাউজটির ব্যাকও ডিপ। তার সাথে এক হাতের আঙুলে ঋতুপর্ণা পরেছেন বিভিন্ন ধরনের আংটি। আরেক হাতে রয়েছে বিভিন্ন রঙের চুড়ি। এই সাজের সাথে চুল সামান্য ওয়েভি করে পিছনে পনিটেল বেঁধেছেন ঋতুপর্ণা।

আরও পড়ুন -  রাশিয়ান বউ-র প্রশ্নে হতবাক সৌরভ, ‘মেয়ে সানা বিদেশি বিয়ে করলে কী করবে’ ভিডিও ভাইরাল

চোখের কোল ভরেছেন কাজলে। নজর কাড়ছে হাল্কা লাল লিপস্টিক ও গোলাপি চিক। ছবিটি শেয়ার করে ঋতুপর্ণা লিখেছেন, একটু হাসিও উজ্জ্বল করে তুলতে পারে। এরপর নেটিজেনদের বক্তব্য, তাঁরা ক্রাশ খেয়ে গিয়েছেন।

আরও পড়ুন -  হুগলির রতনপুরে মুখে মাস্ক ও হাতে সেনিটাইজার নিয়ে কুমারী পুজো হল নবমীতে

স্টার জলসার রিয়েলিটি শো ‘ইস্মার্ট জোড়ি’-র মঞ্চে এসেছিলেন ঋতুপর্ণা। সাথে ছিলেন প্রসেনজিৎ (Prasenjit Chatterjee) ও বিজয়েতা (Vijayeta Pandit)। বহুদিন পর আবারও মঞ্চে একসাথে দেখা গেল টলিউডের অন্যতম সুপারহিট জুটিকে। মাঝে প্রসেনজিৎ-এর সাথে ফিল্মে অভিনয় না করতে চাইলেও শিবপ্রসাদ (Shibaprashad)-নন্দিতা (Nandita) নির্মিত ফিল্ম ‘প্রাক্তন’-এর মাধ্যমে আবারও একসাথে বড় পর্দায় দেখা গিয়েছে প্রসেনজিৎ- ঋতুপর্ণা জুটিকে।

আরও পড়ুন -  Arif Alvi and Imran Khan: ঘণ্টাব্যাপী বৈঠক, ইমরান এবং প্রেসিডেন্ট আলভির