Dev-Sweta: দেবের বিপরীতে এবার ‘যমুনা ঢাকি’ ওরফে শ্বেতা

Published By: Khabar India Online | Published On:

 কলাকুশলীর ইচ্ছা এটাই থাকে যে তারা ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও কাজ করবেন। এবারে, সেই ইচ্ছা পূরণ হতে চলেছে বাংলা ধারাবাহিক জগতের অন্যতম সুন্দরী ও জনপ্রিয় মুখ যমুনা ওরফে শ্বেতা ভট্টাচার্য।

আরও পড়ুন -  বৈরুত বন্দরে বিস্ফোরণে ৭৮ জনের মৃত্যু, আহত ৪ হাজারের বেশি

শ্বেতার ভাগ্য এদিক থেকে খুবই ভালো বলা যায়। প্রায় সাত টির মতন ধারাবাহিকের লিড চরিত্রে ছিলেন তিনি। মাঝে বড় পর্দা থেকেও ডাক আসে।কিন্তু, ছোট পোশাক পরবেন না এবং ঘনিষ্ট দৃশ্যে অভিনয় করবেন না। তাই বহু সুযোগ হাতছাড়া করেছেন। এছাড়াও ধারাবাহিকের সঙ্গে চুক্তি বদ্ধ তিনি। তাই ছোটপর্দায় এতদিন জমিয়ে কাজ করেছেন। এবার বড় পর্দায় কাজের সুযোগ পেয়েছেন।

আরও পড়ুন -  ইংরাজী নতুন বছর আসার আগে Airtel গ্রাহকদের দিলো দারুন অফার, এখন বিনামূল্যে দেখুন নেটফ্লিক্স এই প্ল্যানের সঙ্গে

 দেবের বিপরীতে অভিনয় করবেন শ্বেতা। দেবের নায়িকা হতে চলেছেন ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকের যমুনা। অভিনেত্রীর কাছে ইতিমধ্যে আট নম্বর ধারাবাহিকের সুযোগ ছিল, কিন্তু তিনি এবার বড় পর্দায় নামছেন। তাই ছোট পর্দার কাজ আপাতত বন্ধ রাখছেন। ছবির নাম প্রজাপতি।

আরও পড়ুন -  Lata Mangeshkar: স্তব্ধ কোকিলকণ্ঠ, প্রয়াত লতা মঙ্গেশকর