নেটদুনিয়ায় ঝড় তুললেন, ‘এখানে আকাশ নীল’-এর হিয়া, ঠিকরে বেরিয়ে আসছে বক্ষযুগল !

Published By: Khabar India Online | Published On:

 যারাই সোশ্যাল মিডিয়ায় বেশি অ্যাক্টিভ তারা অন্তত একটা বিকিনি ছবি পোস্ট করেছেন। বিশেষ করে যারা টেলিফিল্মে কাজ করছেন, বাংলা সিরিয়ালের পরিচিত মুখ তারা আজকাল বেশি মাত্রায় সাহসী হয়ে উঠছেন। বাংলার মেয়েদের কাছে বিকিনি পোস্ট (Bikini post) কোনো ব্যাপার না।

আরও পড়ুন -  Children: ঝুঁকিপূর্ণ, চল্লিশের পরে সন্তানধারণ

বিকিনি ছবি পোস্ট করে অনেকেই কটু কথার শিকার হয়েছেন। প্রায় সকলেই এই পথটা বেছে নিয়েছেন, সেটি হল পাত্তা না দেওয়া। ডোন্টকেয়ার।

অনামিকা চক্রবর্তী

টেলি পাড়ার পরিচিত মুখ হলেন অনামিকা চক্রবর্তী (Anamika Chakraborty)। ঝুলিতে তার একাধিক ধারাবাহিকের কাজ। বিশেষ করে ‘হ‌ইচ‌ই’-এর ওয়েব সিরিজ ‘হোলি ফাঁক’ যদি দেখে থাকেন তবে অনামিকাকে চিনতে ভুল হবে না। ‘আসছে আবার শবর’, ‘তোর অপেক্ষায়’ ও ‘ফুলমণি’র মতন একাধিক প্রজেক্টে কাজ করেছেন অনামিকা।

আরও পড়ুন -  “হঠাৎ করে সবকিছু বেরিয়ে আসছে”, আবার উপস্ মোমেন্ট অভিনেত্রী Esha Gupta