Tiyasha Lepcha: প্রাক্তন স্বামী সুবানের কটু মন্তব্য কৃষ্ণকলি-র তিয়াশাকে

Published By: Khabar India Online | Published On:

তিয়াশা রায় (Tiyasha Roy), এখন পদবী বদলে লেপচা (Tiyasha Lepcha) হয়ে গিয়েছেন। চলতি বছরে ডিভোর্স নিয়েছেন স্বামী সুবান রায়ের কাজ থেকে। গুঞ্জন ওঠে ব্যাক্তিগত সম্পর্কের টানাপোড়েন নিয়ে। অবশেষে ডিভোর্স ঘোষণা করে দেয়।বর্তমানে, কৃষ্ণকলি ওরফে তিয়াশা একাই রয়েছেন।

আরও পড়ুন -  Tiyasha Lepcha: ডিভোর্সের পর এখন মুক্ত পাখি, কৃষ্ণকলি’র শ্যামা ওরফে তিয়াশা রায়

এদিকে ডিভোর্স হয়ে যাওয়ার পরেও নতুন করে ব্যাক্তিগত আক্রমণের শিকার হলেন অভিনেত্রী তিয়াশা। ভালোবেসে খুব কম বয়সে বিয়ে করেছিলেন কৃষ্ণকলি ধারাবাহিকের শ্যামা। স্বামী সুবান রায়ের হাত ধরেই অভিনয় জগতে পা রাখেন। বাংলা ধারাবাহিকের লিড চরিত্রে কাজ পান। দীর্ঘ বছর সম্পর্ক থাকার পরেও ডিভোর্স! এমনকি ডিভোর্সের পরেও সুবান অভিযোগ তোলেন প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে।

আরও পড়ুন -  Tiyasha Lepcha: ‘কৃষ্ণকলি’ তিয়াসা, দ্বিতীয়বার বিয়ে নিয়ে মুখ খুললেন জন্মদিনে

অভিনেত্রীর কথায় জানা যায় যে সুবান বলেছেন তিয়াশা তাকে ঠকিয়েছেন। এই প্রসঙ্গে তিয়াশার প্রশ্ন, কেন তিনি আগে বলেননি। ডিভোর্সের পরে কেন সুবান বলছেন যে তিনি ঠকিয়েছেন? শ্যামা ওরফে তিয়াশা এও জানান যে একবার কৃষ্ণকলি র সেটে এসে দুর্ব্যবহার করেন সুবান।

আরও পড়ুন -  IND Vs AUS: দলের এক তারকা ক্রিকেটারের উপর ক্ষোভ প্রকাশ করেছেন, বিসিসিআইয়ের এক কর্মকর্তা