Barcelona: অ্যাঞ্জেল ডি মারিয়া, বার্সেলোনায় যাচ্ছেন

Published By: Khabar India Online | Published On:

 রিয়াল মাদ্রিদের হয়ে মাঠ কাঁপিয়েছেন। ২০১০-১৪ পাঁচ মৌসুমে রিয়ালের হয়ে জিতেছেন লা-লিগা, চ্যাম্পিয়নস লিগ, কোপা দেল রে আরও উয়েফা সুপার কাপ। তাদেরই চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনায় যাচ্ছেন আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। ঘটনা সত্য না হলেও শোনা যাচ্ছে এমন গুঞ্জন।

শেষ হওয়া মৌসুমেই ফরসি ক্লাব পিএসজিকে বিদায় জানিয়েছেন ডি মারিয়া। তারপর থেকেই এই আর্জেন্টাইন উইঙ্গারের পরবর্তী গন্তব্য নিয়ে বেশ কিছু গুঞ্জনই ডালাপালা মেলেছে। গত প্রায় দুই মাস ধরে ডি মারিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। আর্জেন্টাইন এই তারকাকে দুই বছরের চুক্তির প্রস্তাবও দিয়েছে।

আরও পড়ুন -  ১ ফেব্রুয়ারি থেকে হবে নতুন নিয়ম, পেনশন প্রকল্পে টাকা তোলার

 স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’ জানিয়েছে, এবার ডি মারিয়াকে দলে ভেড়ানোর দৌড়ে যোগ দিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তাকে দলে টানতে বেশ আগ্রহী বার্সেলোনা। একসময় মাদ্রিদের হয়ে মাঠ কাপিয়ে যাওয়া ডি মারিয়ার ইচ্ছাও রয়েছে প্রবল প্রতিপক্ষের হয়ে স্পেনে ফেরার।

আরও পড়ুন -  তৃণমূল ঝড়ে ধুলিস্যাৎ হল বরাবরই কংগ্রেসের দুর্গ বলে পরিচিত মালদা, কাজ করল না গণি ম্যাজিক

 ইতালিয়ান সাংবাদিক মাতেও মোরেত্তোও জানিয়েছে, কাতালান ক্লাবটির হয়ে খেলতে চান ডি মারিয়া। ইতোমধ্যেই দুই পক্ষের আলোচনাও শুরু হয়েছে।

সংবাদমাধ্যমগুলোর গুঞ্জন অনুসারে, বার্সেলোনার সঙ্গে আপাতত এক বছরের চুক্তি করতে চান ৩৪ বছর বয়সী ডি মারিয়া। এরপরের মৌসুমে শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে ফিরে যেতে চান গতবছর আর্জেন্টিনার কোপা জয়ের এই নায়ক। সেখানেই ফুটবল ক্যারিয়ারের ইতি টানতে চান রিয়াল মাদ্রিদ উইঙ্গার।

আরও পড়ুন -  সাধারণ মোবাইল ফোন বিক্রেতাদের ভবিষ্যতের উপর বিপদ ডেকে আনছে !