Sanu Nigam: সনু নিগম কলকাতার মঞ্চে গাইবেন

Published By: Khabar India Online | Published On:

কলকাতার নজরুল মঞ্চে গান গাইতে গিয়ে গত ৩১ মে মারা যান বলিউডের অসংখ্য জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। ছড়িয়ে পড়ে প্রিয়শিল্পীকে হারানোর শোক। কলকাতার সেই শোকটা আরও বেশি। প্রিয় শিল্পীকে কফিনে পুরে মুম্বাই পাঠাতে হয়।

তারপর থেকেই শুরু হয় জল্পনা-কল্পনা।  মুম্বাইয়ের শিল্পীরা আর আসবেন তো কলকাতায়? সেই আশঙ্কা গাঢ় হয়েছে আরেকটি অনুষ্ঠান বাতিল নিয়ে। কথা ছিল সুনীধি চৌহান ও জুবিন নটিয়াল আসবেন শহরের নেতাজি ইনডোর স্টেডিয়ামে। কিন্তু সেই শো বাতিল হয়ে যাওয়ার পর নেটমাধ্যমে চাউর হয় যে, মুম্বাইয়ের শিল্পীরা নাকি কেকে-র মৃত্যুর পর কলকাতায় আসতে ভয় পাচ্ছেন!

আরও পড়ুন -  Durga Pujo-2022: পুষ্টিগুণ সমৃদ্ধ চিলি সয়াবিন

তবে সেটা ঘটছে না। কারণ জুলাই মাসেই কলকাতার মঞ্চে গাইবেন বলিউডের আরেক খ্যাতিমান গায়ক সনু নিগম। সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, অনুষ্ঠানটি হবে এটা নিশ্চিত।

 উদ্যোক্তা তোচন ঘোষ বলেন, “কেকে-র এমন মৃত্যু সত্যিই বাংলার জন্য লজ্জার। তবে মুম্বাইয়ের শিল্পীরা কিন্তু একবারও বলেননি যে, তারা বাংলায় এরপর থেকে শো করতে আসবেন না। বাংলা তথা এই শহর জানে শিল্পীদের প্রকৃত শ্রদ্ধা-সম্মান দিতে। হেমন্ত-সন্ধ্যা-মান্নাদের শহর এটা। এখানকার দর্শকদের উত্তেজনাও উপভোগ করেন মুম্বাইয়ের শিল্পীরা। একথা মিথ্যা যে, ‘মুম্বাই কলকাতা থেকে মুখ ফেরাচ্ছে!’’

আরও পড়ুন -  Trinayani: ত্রিনয়নী মহামায়ার আগমনে সূচনা হতে চলেছে দেবীপক্ষের

তিনি আরও বলেন, “সনু নিগমের সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে। নীতিন মুকেশ ও কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গেও কথা হয়েছে। তারা আসছেন।’’