Brazil: প্রীতি ম্যাচে মাঠে নামছে ব্রাজিল

Published By: Khabar India Online | Published On:

দীর্ঘ বিরতি দিয়ে আবারও আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নামছে ব্রাজিল। এতোদিন পর যে মাঠে খেলতে নামছে সেটি ব্রাজিলের কাছে বেশ সুখকরই বটে। ব্রাজিলে যে নিজেদের সর্বশেষ বিশ্বকাপ জিতেছিলো ২০০২ সালে এই দক্ষিণ কোরিয়া থেকেই।

আজ সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার মুখোমখি হবে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

আরও পড়ুন -  South Korea: পদদলিত হয়ে নিহত ১৪৯, দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসবে

ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশন নিয়ে আসন্ন কাতার বিশ্বকাপে যাবে ব্রাজিল। ২০০২ সালের পঞ্চম বিশ্বকাপ জয়ের পর শেষ চার আসরের তিনটিতেই কোয়ার্টার ফাইনাল থেকে ফিরে যেতে হয়েছে সেলেসাওদের। ২০১৪ তে নিজেদের ঘরে জার্মানির কাছে ৭-১ গোলের সেই লজ্জা নিয়ে বিদায় নিতে হয়েছিলো সেমি ফাইনালে।

আরও পড়ুন -  LPG Gas Cylinder: মধ্যবিত্তদের বড় স্বস্তি, মাত্র ৪৫০ টাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার

 বিশ্ব আসরে নিজেদের নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারেনি পেলের উত্তরসূরিরা। আসন্ন ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্ব জুড়ে ভয়ংকর রূপ ধারণ করেছিলো নেইমার-কৌতিনহোরা। বাছাইপর্বের ১৭ ম্যাচের মধ্যে ১৪টি জয় আর ৩ ড্রয়ে রেকর্ড ৪৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষে থেকেই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তিতের শিষ্যরা।

আরও পড়ুন -  ব্রাজিল-আর্জেন্টিনার সুপার ক্ল্যাসিকো, সেই ম্যাচ মাঠে গড়াবে আবার

এদিকে দক্ষিণ কোরিয়া গত ৯ বিশ্বকাপ আসরের প্রতিনিধিত্ব করেছে। ২০০২ নিজেদের মাটির বিশ্বকাপে চতুর্থ স্থান পর্যন্ত অর্জন করেছিল। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপেও হিউং মিং সংয়ের দল খেলেছে শেষ ষোলোতে। প্রতীকী ছবি।