Tower Block: মৃত্যু বেড়ে ৩৪, ইরানে টাওয়ার ব্লক ধসে

Published By: Khabar India Online | Published On:

ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে গত সপ্তাহের একটি টাওয়ার ব্লক ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪। এই ঘটনায় জরুরি বিভাগের কর্মীরা ধ্বংসস্তুপের ভেতরে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছেন।

ইরানের আবাদান নগরীতে একটি ব্যস্ত রাস্তার পাশে নির্মাণাধীন ১০তলা বিশিষ্ট মেট্রোপল ভবনের বিশাল অংশ গত ২৩ মে ধসে পড়ে। এটি ছিল সাম্প্রতিক বছরগুলোতে ঘটা ভয়াবহ।

আরও পড়ুন -  Iran: মৃত্যু ১৮, ইরানে বন্যায়

নগরীর গভর্নর এহসান আব্বাসপৌরের উদ্ধৃতি দিয়ে সরকারি বার্তা সংস্থা ইরনা পরিবেশিত খবরে বলা হয়, মঙ্গলবার সকালে আরেক জনের লাশ উদ্ধার করায় এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়ালো।

আরও পড়ুন -  Iran: প্রথম মৃত্যুদণ্ডের রায় ইরানে, হিজাববিরোধী দাঙ্গা

আল জাজিরার খবরে বলা হয়, উদ্ধারকর্মীরা এখনও ১০তলা ভবনের ধ্বংসাবশেষ পরিষ্কার করছেন। আহত ৩৭ জনের মধ্যে দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

নিরাপত্তা সতর্কতা উপেক্ষা করা হয়েছে, এমন অভিযোগের মধ্যে এ ঘটনায় আবাদানের বর্তমান এবং অতীতের মেয়র এবং কয়েকজন পৌর কর্মচারীকে আটক করা হয়েছে। ছবি: আল জাজিরা।

আরও পড়ুন -  Saif Ali Khan: বেডরুম সিক্রেট ফাঁস করলেন মেয়ের সামনেই, সইফ!