Didier Ole-Nicole: কোচ দিদিয়ের ওলে-নিকোলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ছুটিতে পিএসজি কোচ

Published By: Khabar India Online | Published On:

পিএসজি ‘র  নারী দলের কোচ দিদিয়ের ওলে-নিকোলের বিরুদ্ধে ‘ক্রীড়া এবং মানবিক মূল্যবোধের’ কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে।

কোচের বিরুদ্ধে ওঠা অভিযোগের জেরেই ক্লাবের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দিয়ে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন -  Lionel Messi: বার্সার সভাপতি চেষ্টা চালাচ্ছে, মেসিকে ফেরানোর

ক্লাব কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘ক্লাবের নারী দলের সদস্যরা যে সকল কর্মকাণ্ড এবং মন্তব্যের শিকার হয়েছে, সেসবের ব্যাপারে ক্লাব বিস্তারিত জানতে পেরেছে। ঘটনা এবং মন্তব্যগুলো যদি সত্যি হয়ে থাকে, তাহলে সেগুলো ক্রীড়া এবং মানবিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।

আরও পড়ুন -  NEET: UG পরীক্ষায় অংশগ্রহণের জন্য বয়সের ঊর্ধ্ব সীমা সরানো হয়েছে

ক্লাব কর্তৃপক্ষ বিষয়টিকে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়।

দিদিয়ের ওলে-নিকোলের বিরুদ্ধে ক্লাবের অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে। তদন্তকালীন সময়ে তাকে বাধ্যতামূলক ছুটিতে থাকতে হবে।

আরও পড়ুন -  পুরসভার জায়গা দখল করে বাড়ি করার অভিযোগ উঠেছে, বিজেপি নেতার বিরুদ্ধে