Musa Yamak: হৃদরোগে আক্রান্ত হয়ে জার্মান বক্সারের মৃত্যু, খেলা’র সময়

Published By: Khabar India Online | Published On:

ম্যাচ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মুসা ইয়ামাক জার্মান বক্সারের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানায়, মিউনিখে অনুষ্ঠিত উগান্ডার হামজা ওয়ান্ডেরার বিপক্ষে ম্যাচের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন মুসা ইয়ামাক। দর্শকদের জন্য এই ম্যাচ সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছিলো।

আরও পড়ুন -  Tiyasha Roy: শরীর চর্চার দৃশ্য তুমুল ভাইরাল তিয়াসার

দ্বিতীয় রাউন্ডে ওয়ান্ডেরার একটি ঘুষিতে কিছুটা সমস্যায় পড়ে গিয়েছিলেন। তার মৃত্যু সে কারণে হয়নি। তৃতীয় রাউন্ডে খেলতে নামার জন্যে তৈরিও হয়ে গিয়েছিলেন। কিন্তু রাউন্ড শুরু হওয়ার আগেই সংজ্ঞাহীন হয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গে চিকিৎসকরা ছুটে আসেন এবং তার সংজ্ঞা ফেরানোর চেষ্টা করা হয়। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন -  Dance Video: রচনা তিওয়ারি মঞ্চে নিজের সালোয়ার তুলে নাচ করলেন, একদম বাচ্চাদের সামনে দেখা যাবে না

প্রসঙ্গত, তুর্কি বংশোদ্ভূত এই বক্সার ২০১৭ সালে পেশাদার বক্সিংয়ে আসেন। ২০২১ সালে ডব্লিউবিএফএড আন্তর্জাতিক শিরোপা জেতার পর তিনি জনপ্রিয় হয়ে উঠতে থাকেন। তার ক্যারিয়ার রেকর্ড ছিল ৮-০।

আরও পড়ুন -  Quarter Finals: শুক্রবার কোয়ার্টার ফাইনাল শুরু, ব্রাজিলের ম্যাচ দিয়ে