32 C
Kolkata
Thursday, April 25, 2024

Elon Musk: এলন মাস্ক বলেছেন, মার্কিন অর্থনীতি সম্ভবত মন্দার মধ্যে রয়েছে

Must Read

এলন মাস্ক সোমবার বলেছেন, মার্কিন অর্থনীতি সম্ভবত মন্দার মধ্যে রয়েছে, যা এক বছর থেকে ১৮ মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। তিনি এও বলেন যে, মন্দা খুব একটা খারাপ বিষয় নয়। তিনি পাবলিক কোম্পানিতে থাকাকালে এ ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিলেন বলে উল্লেখ করেন।

আরও পড়ুন -  Tribute To Rabindranath: রবীন্দ্রনাথকে শ্রদ্ধা নিবেদন

মঙ্গলবার রুশ সংবাদমাধ্যম আরটি এ খবর জানিয়েছে। মায়ামি বিচে অল-ইন সামিটে তিনি বলেন, ‘এ জিনিসগুলো কেটে যায় এবং তারপর আবার পরিস্থিতির অগ্রগতি হবে।’ তিনি বলেন, এটি সম্ভবত কিছুটা কঠিন হবে, আমি জানি না, এক বছর, সম্ভবত ১২-১৮ মাস।

আরও পড়ুন -  আস্ত একটি বাস চুরি! ধরা পড়ল এক দুষ্কৃতী

মাস্ক বলেন, ‘যা হওয়ার প্রবণতা তা হল, যদি আপনার একটি বুম থাকে এবং তা খুব বেশি সময় ধরে চলে, আপনি মূলধনের ভুল বরাদ্দ পাবেন,  এটি মূলত বোকাদের উপর অর্থের বৃষ্টি শুরু করে।

আরও পড়ুন -  Samba Dance: সাম্বা নাচ আনন্দের বহিঃপ্রকাশ, অসম্মান নয়ঃ ভিনিসিয়াস জুনিয়র

 ইউক্রেন আগ্রাসনের জেরে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি বন্ধ ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এ আগ্রাসনের কারণে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের আরও অবনতি হয়েছে।

Latest News

কথা দিয়েছিলো ফিরে আসবে!

কথা দিয়েছিলো ফিরে আসবে! সূর্য ডুবে গেল পশ্চিম আকাশে, তারা জ্বলে উঠেছে রাতের আকাশে। চাঁদের আলোয় ঝিকিমিকি করে পৃথিবী, কিন্তু তোমার অভাব...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img