জিতু কমল (Jeetu Kamal)-এর অভিনয় যেন কিংবদন্তী সত্যজিৎ রায় (Satyajit Ray)-কে আবারও জীবন্ত করে তুলেছে। সন্দীপ রায় (Sandip Ray) বলেছেন, তিনি যেন তাঁর বাবাকেই আবারও দেখলেন। ‘অপরাজিত’-র মুকুটে এবার নতুন পালক। ‘কেজিএফ চ্যাপ্টার টু’-কে পিছনে ফেলে দিল অনীক দত্ত (Anik Dutta) পরিচালিত ‘অপরাজিত’।
দক্ষিণ ফিল্মগুলির সফলতা দেখে অনেকেই বলতে শুরু করেছিলেন, বাংলা ফিল্ম কি থেকে যাবে তিমিরেই! তাঁদের সমস্ত প্রশ্নের উত্তর দিল ‘অপরাজিত’। ‘কেজিএফ চ্যাপ্টার টু’-এর আইএমডিবি রেটিং 8.9।
View this post on Instagram
পিছনে ফেলে ‘অপরাজিত’-র আইএমডিবি রেটিং 9.2। সাম্প্রতিক কালের কোনো বাংলা ফিল্মের রেটিং এত ভালো নয়। এমনকি বলিউডের কোনো ফিল্মের রেটিংও এত ভালো নয়।