Orange Warning: কমলা সতর্কতা জারি তীব্র তাপপ্রবাহ

Published By: Khabar India Online | Published On:

তীব্র তাপপ্রবাহের কারণে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার দিল্লির নজফগড়ের তাপমাত্রা উঠেছিলো ৪৬.১ ডিগ্রি সেলসিয়াসে। আশঙ্কা করা হচ্ছে আপাতত গড় তাপমাত্রা ৪৪ ডিগ্রির আশেপাশেই থাকবে।

আরও পড়ুন -  আমি দু'মাস অন্তর আসবো, দিল্লি ছাড়ার আগে জানালেন মমতার

 মার্চ থেকে তীব্র তাপপ্রবাহ চলছে দিল্লিতে। মার্চে একটি তাপপ্রবাহের পর এপ্রিলে আসে তিনটি তাপপ্রবাহ।

কিছুদিন আগেই আবহাওয়াবিদরা জানিয়েছিলেন, খুব শিগগিরই উত্তর ভারতের তাপমাত্রা ৫০ ডিগ্রি পেরিয়ে যাবে। ধারণা করা হচ্ছে সেই দিকেই এগোচ্ছে দিল্লি।

আরও পড়ুন -  মুর্শিদাবাদে অনুষ্ঠিত হ’ল তৃতীয় রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব – ২০২১

আবহাওয়াবিদরা জানান, সাধারণত মে মাসকে সর্বাধিক গরমের মাস বলে মনে করা হয়। এবার উত্তর-পশ্চিম ও মধ‌্য ভারতে এপ্রিলের গড় তাপমাত্রা ছিলো ৩৫.৯০ ডিগ্রি সেলসিয়াস ও ৩৭.৭৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক গড় তাপমাত্রার চেয়ে ৩.৩৫ ডিগ্রি বেশি।

আরও পড়ুন -  Shashi Tharoor: ‘কে বলে লোকসভা… আকর্ষণীয় জায়গা নয়?’

 দিল্লিতে এপ্রিলের গড় বৃষ্টিপাত ১২.২ মিলি, সেখানে এবার বৃষ্টি হয়েছে ০.৩ মিলি।  প্রতীকী ছবি।