বিশ্বের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদ,রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি। বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেটদের নিয়ে ফোর্বসের করা তালিকায় শীর্ষস্থান রয়েছেন। গত এক বছরে পিএসজির এই সুপারস্টারের আয় ১৩৩ মিলিয়ন ডলার।
মেসির পরেই ফোবর্সের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের এনবিএ সুপারস্টার লেকার্স ফরোয়ার্ড লেব্রন জেমস। গত এক বছরে তার আয় ১২১.২ মিলিয়ন ডলার। বিশ্বের দশম ক্রীড়াবিদ এবং প্রথম এনবিএ খেলোয়াড় হিসেবে বাৎসরিক আয়ের অংকে ১০০ মিলিয়ন ডলার অতিক্রম করেছেন লেব্রন জেমস৷
তালিকার শীর্ষস্থানে থাকা আর্জেন্টাইন কিংবদন্তি মেসি বার্সেলোনার সাথে তার শেষ মৌসুম থেকে প্রায় ২২ মিলিয়ন ডলার বেতন হারালেও নতুন ক্লাব পিএসজিতে এসে আয় করেছেন ৭৫ মিলিয়ন ডলার। এলএম টেনের এন্ডোর্সমেন্ট আয়ও বৃদ্ধি পেয়েছে বেশ ভালো আকারে।
তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ফুটবল মাঠে মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। গত এক বছরে পর্তুগিজ এই তারকার আয় ১১৫ মিলিয়ন ডলার।
তালিকার চতুর্থ স্থানেও রয়েছেন আরেক ফুটবল সেনসেশন নেইমার। মেসির পিএসজি সতীর্থ ব্রাজিলিয়ান এই সুপারস্টার এক বছরে আয় করেছেন ৯৫ মিলিয়ন ডলার।