Brazil: ব্রাজিল, দল ঘোষণা করলো প্রীতি ম্যাচের

Published By: Khabar India Online | Published On:

 জুনে, দুই দেশ দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচ দুটির জন্য ২৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে।

আগামী ২ জুন দক্ষিণ কোরিয়া এবং ৬ জুন জাপানের বিপক্ষে খেলবে নেইমার-কৌতিনহোরা। এই প্রীতি ম্যাচের জন্য ঘোষিত দলে জায়গা ফিরে পেয়েছেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস এবং নিউক্যাসেল ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনো গুইমারেস।

আরও পড়ুন -  Sri Lanka: খাদ্য, জ্বালানি এবং ত্রাণ কর্মসূচি ঘোষণা, শ্রীলঙ্কায়

ব্রাজিলের সবচেয়ে বড় তারকা পিএসজি ফরোয়ার্ড নেইমারের সাথে দলে জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র, বার্সেলোনা রাইটব্যাক দানি আলভেস, লিভারপুল গোলরক্ষক অ্যালিসন।

গোলরক্ষকঃ  অ্যালিসন বেকার, এডারসন মোরায়েস, ওয়েভার্টন।

আরও পড়ুন -  Football Star Neymar: অ্যাকাউন্ট হ্যাক করে টাকা চুরি নেইমারের, ১ জন গ্রেপ্তার !

ডিফেন্ডারঃ  থিয়াগো সিলভা, মার্কুইনহোস, এডার মিলিতাও, গ্যাব্রিয়েল ম্যাগালেস, দানিলো, দানি আলভেস, আলেক্স টেলেস, আলেক্স সান্দ্রো ও গুইহারমে আরানা।

মিডফিল্ডারঃ  ব্রুনো গুইমারেস, ফিলিপে কৌতিনহো, লুকাস পাকুয়েতা, ক্যাসেমিরো, ফ্রেড, ফ্যাবিনহো ও দানিলো।

আরও পড়ুন -  Mamata Banerjee on 6th Pay Commission: সরকারি কর্মীদের নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, মহার্ঘ ভাতা আন্দোলনের মাঝেই

ফরোয়ার্ডঃ  রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, রাফিনহা, রিচার্লিসন, নেইমার জুনিয়র, গ্যাব্রিয়েল জেসুস ও ম্যাথিউস কুনহা।

প্রতীকী ছবি।