Mahesh Babu: আমাকে বহনে অক্ষম বলিউড, তেলেগু ইন্ডাস্ট্রির সুপারস্টার মহেশ বাবু জানিয়েছেন

Published By: Khabar India Online | Published On:

তেলেগু ইন্ডাস্ট্রির সুপারস্টার মহেশ বাবুকে বহন করার মতো সামর্থ্য বলিউডের নেই বলে জানিয়েছেন জনপ্রিয়  অভিনেতা নিজেই।

সম্প্রতি ‘মেজর’ সিনেমার এক অনুষ্ঠানে হাজির হয়ে বলিউড প্রসঙ্গে মহেশ বাবু এ কথা বলেন।

তিনি জানান, আমি হিন্দি সিনেমার জন্য অনেক প্রস্তাব পেয়েছি, কিন্তু আমি মনে করি না আমাকে নেয়ার সামর্থ্য আছে। আমি এমন একটি ইন্ডাস্ট্রিতে কাজ করে আমার সময় নষ্ট করতে চাই না, যারা আমাকে বহনে অক্ষম।

আরও পড়ুন -  ‘মন কি আওয়াজ প্রতীজ্ঞা’ খ্যাত সজ্জন সিং প্রয়াত, মাল্টি অর্গান ফেইলিউর

মহেশ বাবু আরও মন্তব্য করেন, তারকাখ্যাতি ও সম্মান আমি এখানে পাই তা অনেক বড়। তাই আমি সত্যিই আমার ইন্ডাস্ট্রি ছেড়ে অন্য কোনো ইন্ডাস্ট্রিতে যাওয়ার কথা ভাবিনি। আমি সব সময়ই ভাবতাম সিনেমা করবো এবং বড় হবো। আমার স্বপ্ন এখন সত্যি হচ্ছে।

আরও পড়ুন -  কেন্দ্রীয় সরকার সমস্ত বেসরকারী টেলিভিশন চ্যানেল গুলিকে অনলাইনে খেলা এবং কল্প ক্রীড়া বিষয়ে এএসসিআইয়ের নির্দেশনামা মেনে চলার পরামর্শ দিয়েছে

মুক্তির অপেক্ষায় থাকা ‘সরকারু ভারি পাটা’ সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেতা। যেটি মুক্তি পাবে আগামী ১২ মে। সিনেমায় মহেশ বাবুর বিপরীতে কীর্তি সুরেশকে দেখা যাবে।

আরও পড়ুন -  প্রতিকৃতি মাটিতে ফেলে লাথি, আগুন ধরিয়ে দেন বিজেপি কর্মী-সমর্থকরা