Mahesh Babu: আমাকে বহনে অক্ষম বলিউড, তেলেগু ইন্ডাস্ট্রির সুপারস্টার মহেশ বাবু জানিয়েছেন

Published By: Khabar India Online | Published On:

তেলেগু ইন্ডাস্ট্রির সুপারস্টার মহেশ বাবুকে বহন করার মতো সামর্থ্য বলিউডের নেই বলে জানিয়েছেন জনপ্রিয়  অভিনেতা নিজেই।

সম্প্রতি ‘মেজর’ সিনেমার এক অনুষ্ঠানে হাজির হয়ে বলিউড প্রসঙ্গে মহেশ বাবু এ কথা বলেন।

তিনি জানান, আমি হিন্দি সিনেমার জন্য অনেক প্রস্তাব পেয়েছি, কিন্তু আমি মনে করি না আমাকে নেয়ার সামর্থ্য আছে। আমি এমন একটি ইন্ডাস্ট্রিতে কাজ করে আমার সময় নষ্ট করতে চাই না, যারা আমাকে বহনে অক্ষম।

আরও পড়ুন -  Kajol-Nysa: মা ও মেয়ে রাজকীয় সাজে কাজল-নাইসা, ছবি দেখে ঘায়েল নেট দর্শকরা, PHOTOS

মহেশ বাবু আরও মন্তব্য করেন, তারকাখ্যাতি ও সম্মান আমি এখানে পাই তা অনেক বড়। তাই আমি সত্যিই আমার ইন্ডাস্ট্রি ছেড়ে অন্য কোনো ইন্ডাস্ট্রিতে যাওয়ার কথা ভাবিনি। আমি সব সময়ই ভাবতাম সিনেমা করবো এবং বড় হবো। আমার স্বপ্ন এখন সত্যি হচ্ছে।

আরও পড়ুন -  Updated Web Series: ইন্টারনেটে রিলিজ হল সবচেয়ে বোল্ড ওয়েব সিরিজ, একা দেখাই শ্রেয়!

মুক্তির অপেক্ষায় থাকা ‘সরকারু ভারি পাটা’ সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেতা। যেটি মুক্তি পাবে আগামী ১২ মে। সিনেমায় মহেশ বাবুর বিপরীতে কীর্তি সুরেশকে দেখা যাবে।

আরও পড়ুন -  বইয়ের মোড়ক উন্মোচন করলেন মিথিলা, সাথে মেয়েকে নিয়ে