WhatsApp: হোয়াটসঅ্যাপে যুক্ত হলো মেসেজ রিঅ্যাকশন ফিচার

Published By: Khabar India Online | Published On:

 মেসেজ রিঅ্যাকশন ফিচার যুক্ত হলো সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে। ফিচারটি বেটা টেস্টারদের কাছে পাঠানো হয়েছে।

গত বৃহস্পতিবার যুক্ত হওয়া মেসেজ রিঅ্যাকশন ফিচারটিতে মোট ছয়টি ইমোজি যোগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে লাইক, লাভ, লাফ, সারপ্রাইজ, স্যাড এবং থ্যাংকস।

আরও পড়ুন -  Twitter: হোয়াটসঅ্যাপ বাটন টুইটারে যোগ

 এখনই সব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ইমোজিগুলো ব্যবহার করতে পারবেন না। ধীরে ধীরে সব ব্যবহারকারীদের কাছে নতুন এই আপডেট পাঠানো হবে।

মেসেজ রিঅ্যাকশন ফিচার ছাড়াও বেশ কয়েকটি দুর্দান্ত ফিচার যোগ করা হয়েছে হোয়াটসঅ্যাপে। তারমধ্যে রয়েছে অডিও নোটে ওয়েভ ফর্ম যোগ। এখন থেকে ভয়েস নোট পাঠানোর ক্ষেত্রে ওয়েভ ফর্ম দেখা যাবে। এছাড়াও অডিও নোট রেকর্ড করার সময় পজ করা সম্ভব হবে। ইতোমধ্যে এই ফিচারগুলি ব্যবহারকারীদের কাছে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -  বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের প্রভাবে রেল চলাচলে ব্যাপক বিঘ্ন

অন্যদিকে ফটো ডকুমেন্ট হিসেবে পাঠানোর সময় এতদিন পর্যন্ত কোনো প্রিভিউ দেখা যেতো না। কিন্তু নতুন ফিচারে ডকুমেন্ট হিসেবে কোনো ফটো পাঠানোর সময় সেই ছবির প্রিভিউ দেখা যাবে।

আরও পড়ুন -  WhatsApp: ফোন আসছে বিদেশের নম্বর থেকে হোয়াটসঅ্যাপে, জেনে নিন সতর্ক থাকবেন কিভাবে?