Kareena Kapoor Khan: দুই ছেলেকে কোলে নিয়ে মাতৃ দিবস উদযাপন, করিনা বেগম সাহেবার

Published By: Khabar India Online | Published On:

 পৃথিবী জুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃদিবস।মাতৃদিবসে বলিউড তারকা করিনা কাপুর খান (Kareena Kapoor khan) ইন্সটাগ্রামে শেয়ার করেছেন ছবি।

করিনার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, তাঁর দুই পুত্রসন্তান তৈমুর (Taimur) ও জেহ (Jeh)কে নিয়ে জলে সাঁতার কাটছেন করিনা। তৈমুর ও জেহকে রীতিমত জড়িয়ে ধরে রেখেছেন তিনি।

আরও পড়ুন -  UPSC: ইউপিএসসি নিয়োগ পরীক্ষার ফলপ্রকাশ

ছবিটি শেয়ার করে ক্যাপশন দিয়ে করিনা লিখেছেন, তাঁর জীবনের দৈর্ঘ্য ও প্রস্থ। এরপর তিনি সকলকে আন্তর্জাতিক মাতৃদিবসের শুভেচ্ছা জানিয়ে যোগ করেছেন দুটি হার্ট ইমোজি।করিনার শেয়ার করা ছবিতে অনেকগুলি হার্ট ইমোজি দিয়েছেন তাঁর দিদি করিশ্মা কাপুর (Karishma Kapoor)। করিনার ননদ সাবা পতৌদি (Saba Pataudi) তাঁকে মাতৃদিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন -  Kareena Kapoor Khan: সমালোচনার শিকার করিনা, নগ্ন দৃশ্যে অভিনয়